TRENDING:

Cyclone Dana Weather: ঘূর্ণিঝড় দানার হানা শুরু! এই মুহূর্তে কেমন আবহাওয়া জেলায় জেলায়? আলিপুরের আপডেট

Last Updated:
Cyclone Dana Weather: ঝড়ের সময় ভেসেল বা লঞ্চ চলবে না। চুঁচুড়া ফেরি ঘাটে যাত্রীদের উদ্দেশ্যে প্রচার মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতায় পুরসভাগুলি নিয়ে ভার্চুয়াল মিটিং করে নবান্ন।
advertisement
1/8
ঘূর্ণিঝড় দানার হানা শুরু! এই মুহূর্তে কেমন আবহাওয়া জেলায় জেলায়? আলিপুরের আপডেট
*ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু হয়েছে ইতিমধ্যেই। আবহাওয়া দফতর থেকে হুগলি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড় ডানার ঝাপটে ওলোট-পালট হতে পারে সব কিছু। আগে থেকেই তাই সতর্কতা নেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ফেরিঘাটগুলির জন্য নির্দেশ জারি করা হয়েছে। ফাইল ছবি। 
advertisement
2/8
*বুধবার ২৩-২৫ তারিখ পর্যন্ত ফেরিঘাট বন্ধ থাকবে। ভেসেল বা লঞ্চ চলবে না এই সময়ে। যাত্রীদের সূচিত করা হচ্ছে এই বিষয়ে। চুঁচুড়া ফেরি ঘাটে যাত্রীদের উদ্দেশ্যে প্রচার মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতায় পুরসভাগুলি নিয়ে ভার্চুয়াল মিটিং করে নবান্ন। ফাইল ছবি। 
advertisement
3/8
*পৌরসভা তরফ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাড়িতে নির্দিষ্ট পরিমাণের পানীয় জল মজুত করে রাখুন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মোবাইল সুরক্ষিত স্থানে এবং চার্জ দিয়ে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। ফাইল ছবি। 
advertisement
4/8
*পৌরসভার পক্ষ থেকে প্রচারে আরও জানান হচ্ছে যে সমস্ত এলাকায় দুর্গাপুজোর প্যান্ডেল এখনও পর্যন্ত খোলা হয়নি সেই প্যান্ডেলগুলি অবিলম্বে খুলে ফেলতে বলা হয়েছে এবং গঙ্গার তীরবর্তী এলাকায় যাদের মাটির বাড়ি রয়েছে, তাদের বলা হয়েছে কাছাকাছি উঁচু জায়গায় আশ্রয় নিতে। ফাইল ছবি। 
advertisement
5/8
*পৌরসভার যে সব এলাকায় জল জমে এমন এলাকায় পাম্পের ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে, নদীতে নৌকা নিয়ে যারা মাছ ধরতে যান, তাদের মাছ ধরতে যেতে বারণ করেছে প্রশাসন। নিজেদের নৌকা যাতে জলে ভেসে না যায়, সেই মোতাবেক আগে থেকে নৌকা বেঁধে রাখার কাজ করছেন মৎস্যজীবীরা। ফাইল ছবি। 
advertisement
6/8
*এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা এবং ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফল হতে পারে। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ হতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টা। পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা, হাওড়া, হুগলীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফাইল ছবি। 
advertisement
7/8
*দক্ষিণ ২৪ পরগনায় ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস।সাইক্লোন যখন আসবে তখন হাওড়া, হুগলিতে বাতাসের গতিবেগ হতে পারে ৭০-৭৫ কিমি। পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস মতই, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ২৩ অক্টোবর বুধবার। এই ঘূর্ণিঝড় ক্রমশই এগিয়ে আসছে উপকূলভাগে।  ফাইল ছবি। 
advertisement
8/8
*সাইক্লোনের প্রভাবে আবহাওয়ার চরম সতর্কতা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Weather: ঘূর্ণিঝড় দানার হানা শুরু! এই মুহূর্তে কেমন আবহাওয়া জেলায় জেলায়? আলিপুরের আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল