TRENDING:

Cyclone Dana in Digha: তখন ঠিক মাঝরাত, আছড়ে পড়ল দানা, কিন্তু অন্ধকার শুনশান দিঘার সৈকতে কে ওটা! শুনলে চমকে উঠবেন

Last Updated:
Cyclone Dana in Digha: জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মতোই নদী উপকূল অঞ্চলেও পুলিশ প্রশাসনের টহলদারি অব্যাহত বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন।
advertisement
1/7
তখন ঠিক মাঝরাত, আছড়ে পড়ল দানা, কিন্তু অন্ধকার শুনশান দিঘার সৈকতে কে ওটা!
তখন রাত বাড়ছে। সামুদ্রিক দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিও বাড়ছে দিঘায়। এই সবের মধ্যেই দিঘায় ফাঁকা শুনশান সৈকতেও পুলিশের নজরদারিতে ছিল না কোন খামতি। নিউ থেকে ওল্ড দিঘার সমুদ্র সৈকত জুড়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য নিজেই টহলদারি চালাচ্ছিলেন। বিচ ও সমুদ্র শহর জুড়ে টহলদারি সারারাতই চলবে বলে জানিয়ে দিয়েছিলেন পুলিশ সুপার। দুর্যোগের রাতেও যে ভাবে পুলিশ সুপার টানা নজরদারি চালিয়ে গিয়েছেন, তাতে ধন্য ধন্য করছেন সাধারণ মানুষ।
advertisement
2/7
এদিকে জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মতোই নদী উপকূল অঞ্চলেও পুলিশ প্রশাসনের টহলদারি অব্যাহত বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন।
advertisement
3/7
এদিকে, সকাল সাড়ে সাতটায় আবহাওয়া দফতর জানিয়েছে, তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা উত্তর ওড়িশা উপকূলে অবস্থান করছে। ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর অবস্থান 21:05 Latitude 86:80 Longitude. ঘূর্ণিঝড় দানা ৩০ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম দিকে রয়েছে ধামারা থেকে। ৫০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ভিতরকণিকার নেচার ক্যাম্প থেকে।
advertisement
4/7
এখনও ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায়। তীব্র ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে। আরও এক সময় লাগবে সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে।
advertisement
5/7
আজ দুপুরের মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখী এগোবে।
advertisement
6/7
এদিকে, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় রাস্তায় গাছ পড়ে যায়। রাস্তা পরিষ্কার করতে সিভিল ডিফেন্স কর্মীদের নিয়ে তৎপরতার সঙ্গে গাছ কাটার কাজ করছে সাগর ব্লক প্রশাসন।
advertisement
7/7
গতকাল রাত থেকে দমকা ঝড়ো হাওয়া ও দফায় দফায় ব্যাপক বৃষ্টি হয়েছে গঙ্গাসাগর এলাকা জুড়ে। সকাল থেকে বৃষ্টি না হলেও দমকা ঝড়ো বাতাস বইছে গঙ্গাসাগর কপিলমনি সমুদ্র সৈকতে। এখনও পর্যন্ত তেমন কিছু দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে ডানার প্রভাব এখনও রয়েছে গঙ্গাসাগর এলাকায়। বৃষ্টি না থাকলেও দমকা ঝড়ো বাতাস বইছে সঙ্গে উত্তাল সমুদ্র।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana in Digha: তখন ঠিক মাঝরাত, আছড়ে পড়ল দানা, কিন্তু অন্ধকার শুনশান দিঘার সৈকতে কে ওটা! শুনলে চমকে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল