Cyclone Dana: এমন দৃশ্য আপনি হয়তো কোনওদিন দেখেননি! ঘূর্ণিঝড় দানা এত ভয়াবহ? দেখুন কী কাণ্ড
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Cyclone Dana: ঘূর্ণিঝড় ক্রমশ এগিয়ে আসছে। জেলায় ক্ষতির ভয় বেশি। দেখুন কী কাণ্ড
advertisement
1/6

সকাল থেকেই শুরু হয়েছে জেলাজুড়ে বৃষ্টিপাত, মেঘলা আকাশ ক্রমশ স্থলভাগের দিকেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ধীরে ধীরে বাড়বে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত। ঝড় মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলেছে জেলা প্রশাসন। সতর্কতা-সহ সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে মানুষজনকে
advertisement
2/6
এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় চলা ফেরি সার্ভিসগুলি বন্ধ রাখা হয়েছে। যা ২৫ তারিখ দুপুর পর্যন্ত থাকবে বলে আগেই জানিয়েছিলেন, এসডিও ব্যারাকপুর সৌরভ বারিক
advertisement
3/6
মূলত গঙ্গার দুপারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য প্রতিদিন চলা ফেরি সার্ভিস ব্যবহার করেন হাজার হাজার যাত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে ঝড়ের প্রভাব ও জলোচ্ছ্বাসের কারণে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। সেই আশঙ্কা করেই, আগেভাগে নিরাপত্তার জন্য ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে বলেই জানা গিয়েছে
advertisement
4/6
ব্যারাকপুর মহকুমার দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের ফেরি সার্ভিস থেকে শুরু করে, ব্যারাকপুর ধোবিঘাট অপরপ্রান্তে শেওড়াফুলি, পানিহাটি মহোৎসবতলা ঘাট, আড়িয়াদহ ফেরিঘাট, ইছাপুর এলাকায় দুটি ফেরিঘাট, নৈহাটি ফেরিঘাট, হালিশহর ফেরিঘাট এই সমস্ত ফেরি পরিষেবা বন্ধ থাকায় অন্যান্য দিনের চেনা ব্যস্ততার ছবি যেন আজ উধাও
advertisement
5/6
যদিও পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন যাত্রীরা। ফলে অনেকেই দীর্ঘ পথ ঘুরে পৌঁছতে হচ্ছে গন্তব্যে। আগামিকাল থেকে আবারও ফেরি সার্ভিস স্বাভাবিক হতে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
6/6
অপরদিকে, ঝড়ের আতঙ্কে বারাসাত কারসেডে লোকাল ট্রেনের চাকায় পড়ানো হল চেন। লোহার চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে ট্রেন লাইনের সঙ্গে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana: এমন দৃশ্য আপনি হয়তো কোনওদিন দেখেননি! ঘূর্ণিঝড় দানা এত ভয়াবহ? দেখুন কী কাণ্ড