বুলবুলে কতটা ক্ষয়ক্ষতি? নুসরতের কেন্দ্র বসিরহাটে পরিদর্শন মিমির
Last Updated:
ক্ষয়ক্ষতির খবর পেয়ে বন্ধু নুসরতের কেন্দ্র বসিরহাটে হাজির যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি ৷
advertisement
1/5

বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা। ক্ষয়ক্ষতির খবর পেয়ে বন্ধু নুসরতের কেন্দ্র বসিরহাটে হাজির যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি ৷ ক্ষতিগ্রস্থ এলাকায় ঘুরে দেখে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি ৷
advertisement
2/5
দক্ষিণের পাশাপাশি ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বিপর্যস্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমাও। সরকারি হিসেবে প্রায় দশ হাজার কাঁচাবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ও সবজি চাষে। ক্ষতিগ্রস্ত প্রচুর মাছের ভেড়িও। খবর পেয়ে বাসিন্দাদের পাশে দাঁড়াতে হাজির সাংসদ মিমি চক্রবর্তী ৷
advertisement
3/5
গাছ ও বিদ্যুতের পোস্ট উপড়ে জায়গায় জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। সীমান্ত এলাকায় অনেক গ্রামই বিদ্যুৎশূন্য। তাই ড্রোন উড়িয়ে ক্ষয়ক্ষতির ছবিটা স্পষ্টভাবে জানার চেষ্টা করছে জেলা প্রশাসন। এদিন দুর্গতদের সঙ্গে কথা বলে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেন মিমি
advertisement
4/5
যতটা গর্জন ছিল ততটা বর্ষায়নি বুলবুল। তাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা কম হয়নি বলেই রাজ্য প্রশাসন সূত্রে খবর। রবিবার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছিলেন জেলা পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও।
advertisement
5/5
এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে জেতেন তৃণমূল কংগ্রেস সাংসদ নূসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷