TRENDING:

Digha Cyclone Asani Update: দিঘায় অশনি সংকেত, কী নির্দেশ এল পর্যটকদের জন্য?

Last Updated:
অশনির সংকেত উপেক্ষা করেই দিঘায় এসেছেন বহু পর্যটক।
advertisement
1/6
দিঘায় অশনিসংকেত, কী নির্দেশ এল পর্যটকদের জন্য?
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল সমুদ্র। উপকূল এলাকাজুড়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর সহ জেলার বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র স্নানে নামতে না পেরে হতাশ পর্যটকেরা।
advertisement
2/6
ইয়াসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চূড়ান্ত সর্তকতা অবলম্বন করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আবারও ঘূর্ণিঝড় অশনির সরাসরি প্রভাব না পড়লেও উত্তাল সমুদ্র।
advertisement
3/6
প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত উপকূল এলাকায় প্রশাসনের কড়া নজরদারি চলছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ৬৮ কিলোমিটার উপকূল এলাকা। অশনির প্রভাবে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। দিঘায় টহলদারি শুরু করেছে এনডিআরএফ টিম।
advertisement
4/6
যদিও স্বস্তির খবর ঘূর্ণিঝড়এর সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গে তথা পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায়। এই কারণেই দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা উদগ্রীব হয়ে উঠেছেন সমুদ্রের নামার জন্য।
advertisement
5/6
অশনি সংকেত মাথায় রেখেও দিঘায় এসেছেন বহু পর্যটক। কার্যত হোটেল বন্দি হয়ে রয়েছেন পর্যটকেরা। অশনির সরাসরি প্রভাব না পড়লেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানে অনুমতি দেওয়া হয়নি। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সৈকত সরণি জুড়ে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
advertisement
6/6
পর্যটকদের সমুদ্রের ধারে কাছে আসতে দিচ্ছে না প্রশাসন। তা সত্ত্বেও এদিন বহু পর্যটক সমুদ্রে নেমে পড়েন। পুলিশ ও নুলীয়াদের তৎপরতায় সমুদ্র থেকে উঠে আসতে বাধ্য হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকা সত্বেও পর্যটকদের সমুদ্রস্নানে বাধা দেয়ায় হতাশ পর্যটকেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Cyclone Asani Update: দিঘায় অশনি সংকেত, কী নির্দেশ এল পর্যটকদের জন্য?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল