এটা প্রতিপদ না অষ্টমী? শ্রীভূমির পুজোর ভিড় দেখলে চোখ উঠবে কপালে... জনসমুদ্র যেন!
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
হাওয়া অফিসের তরফে পুজোয় বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। তাই আগেভাগে শহরের সেরা মন্ডপ দর্শনে নামেন আমজনতা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।
advertisement
1/6

প্রতিপদেই যেন সপ্তমী-অষ্টমীর ভিড় দেখল শ্রীভূমি। বিকেলের পর থেকেই বাড়তে শুরু করে দর্শনার্থীদের ভিড়। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি রীতিমতো জনসমুদ্রের রূপ নেয়
advertisement
2/6
শ্রীভূমির থিম পুজো প্রতি বছরই বিশেষ আকর্ষণ হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। এবার ফুটে উঠেছে নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির
advertisement
3/6
প্যান্ডেলের নকশা, আলো আর সৃজনশীল সাজসজ্জা দেখতে তাই মহালয়ার পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন আগেভাগে এই মন্ডপ দর্শন করতে। তবে প্রতিপদেই যে পরিমাণ মানুষ হাজির হয়েছেন, তা দেখে অবাক সকলে।
advertisement
4/6
হাওয়া অফিসের তরফে পুজোয় বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। তাই আগেভাগে শহরের সেরা মন্ডপ দর্শনে নামেন আমজনতা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।
advertisement
5/6
সূক্ষ্ম কারুকার্যে ভরা মণ্ডপ। সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে তাই আগেভাগে এই মণ্ডপ দেখে নিতে চাইছেন সকলে।
advertisement
6/6
ফলে পুজোর কয়েক দিন এই শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো মণ্ডপ ঘিরে যে সাধারণ মানুষের জনসমুদ্র নামবে তা অনুমান করাই যায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এটা প্রতিপদ না অষ্টমী? শ্রীভূমির পুজোর ভিড় দেখলে চোখ উঠবে কপালে... জনসমুদ্র যেন!