একটা সাপকে জড়িয়ে অন্য একটা সাপ! অদ্ভুত মিলন দৃশ্য দেখতে ভিড় জমেছে মঙ্গলকোটে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
খোরিস গোখরো না অন্য কিছু ? সাপের মিলন দেখতে ভিড় মঙ্গলকোটে
advertisement
1/6

মঙ্গলকোটে সকাল সকাল ঘটল এক চমকপ্রদ ঘটনা। ব্লকের উত্তর বেলগ্রাম গ্রামে দুটি সাপকে শঙ্খ লাগা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে গ্রামে।
advertisement
2/6
গ্রামের মধ্যে ফাঁকা জায়গায় এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। নারী-পুরুষ, ছোট থেকে বড় অনেকেই ছুটে আসেন ঘটনাস্থলে। কেউ দৃশ্য দেখে প্রণাম করেন, আবার কেউ বলেন, এটা খরিস গোখরো সাপের মিলন।
advertisement
3/6
গ্রামের মধ্যে এ নিয়ে চর্চা শুরু হয়। কেউ মোবাইল ফোনে ছবি তোলেন, কেউ ভিডিও রেকর্ড করে রাখেন। অনেকের দাবি, এমন দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার।
advertisement
4/6
তবে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিলেন পরিবেশপ্রেমী অর্ণব দাস। তাঁর মতে, এটি মোটেই সাপের মিলন নয়। বরং এলাকা দখল নিয়ে দু’টি সাপের মধ্যে লড়াই হচ্ছিল। কিছু বিশেষ আচরণ লক্ষ্য করলেই বোঝা যায়, আসলে কী ঘটছে।
advertisement
5/6
অর্ণব দাস জানান, ওই দুটি সাপই দাঁড়াস বা ঢোঁড়া সাপ। এগুলি একেবারেই বিষধর নয়। মানুষের ক্ষতি করে না, বরং ইঁদুর খেয়ে ক্ষেতের উপকার করে।
advertisement
6/6
তিনি আরও বলেন, গ্রামে এখনও অনেক মানুষ সাপ দেখলেই মেরে ফেলেন। অথচ দাঁড়াসের মতো সাপ পরিবেশের জন্য উপকারী। তাই সাপ সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন দরকার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
একটা সাপকে জড়িয়ে অন্য একটা সাপ! অদ্ভুত মিলন দৃশ্য দেখতে ভিড় জমেছে মঙ্গলকোটে