TRENDING:

Crorepati Lottery Number: এই নম্বরেই লটারি উঠেছে দাদা, কিন্তু ভাঙাতে গিয়ে মাথায় হাত. বন্ধু করে দিল কোটি টাকার ফ্রড, তারপর...

Last Updated:
Crorepati Lottery Number: কোটিপতি হয়েও আশাভঙ্গ ,বন্ধু করেছিল বিশ্বাসঘাতকতা, ৩০ টাকার টিকিটেই কোটিপতি, তবে শেষে হয়েছিল আশাভঙ্গ! শেষ পর্যন্ত কী হল জানুন ..
advertisement
1/5
এই নম্বরেই লটারি উঠেছে দাদা, কিন্তু ভাঙাতে গিয়ে মাথায় হাত. বন্ধু করে দিল কোটি টাকার ফ্রড
পূর্ব বর্ধমান: কার কপালে কী আছে সেটা বোঝা বড় দায়! পূর্ব বর্ধমানের এই রাজমিস্ত্রির গল্প জানলে অবাক হবেন সকলেই। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ১ ব্লকের আগরডাঙ্গা পঞ্চায়েতের শিরগ্রামের বাসিন্দা কিরণ শেখ। পেশায় তিনি রাজমিস্ত্রি, কর্মসূত্রে থাকেন কলকাতায়। কিরণের বহু বছরের পুরানো অভ্যাস টিকিট কাটার। সেরকমই গত মার্চ মাসেও তিনি প্রতিদিনের মত লটারির টিকিট কেটেছিলেন। Photo= Represnetative
advertisement
2/5
৩০ টাকা দিয়ে কাটা সেই টিকিটের মধ্যেই যেন লেখা ছিল কিরণের ভাগ্য। দুপুর বেলায় কলকাতায় কাজ সেরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ জানতে পারেন তাঁর কাটা টিকিটে ১ কোটি টাকার পুরস্কার  লেগেছে। পরবর্তীতে তিনি সেই টিকিট এবং সমস্ত প্রয়োজনীয় নথি টিকিটের অফিসে জমা দেন। কিছুদিনের মধ্যেই প্রাইজের টাকা হাতে পাবেন কিরণ। এখন তিনি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন।
advertisement
3/5
কিরণ শেখ বলেন, "এই টাকা নিয়ে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। ইচ্ছা আছে একটা বাড়ি করার, কিছু জায়গা জমি কেনার এবং নিজের একটা ব্যবসা করার। এছাড়া আমার এক ছেলে এবং মেয়েকেও মানুষ করতে হবে। দু - চার বছর ধরে টিকিট কাটছি। এখনও পর্যন্ত প্রায় সবমিলিয়ে আমি ৫০ হাজার টাকার টিকিট কেটেছি। তবে কখনও ভাবিনি যে আমার কপালে ১ কোটি জুটবে।" Photo- Represnetative
advertisement
4/5
তবে কিরণ প্রথম এই টিকিট নিয়ে সমস্যায় পড়েছিলেন। তার কারণ তারই এক বন্ধু তার প্রাইজ লাগা টিকিটটি চুরি করে নিয়েছিলেন। সেই সময় যেন কিরণের পায়ের তলার মাটি সরে গিয়েছিল! খুবই হতাশ হয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে সেই বন্ধুকে ধরে জোর করে আবার টিকিট ফিরিয়ে নেওয়া হয়। কোটিপতি হয়েও কিছুক্ষণের জন্য দিশা হারা হতে হয়েছিল পূর্ব বর্ধমানের কিরণ শেখকে। Photo- Representative
advertisement
5/5
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো শোরগোল সৃষ্টি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন যে কিরণ আর সেই টাকা পায়নি। কিন্তু আসল সত্যি প্রথমে কিছু ঝামেলা হলেও অবশেষে সেই টিকিটের মালিক হন কিরণ শেখ নিজেই। Photo- reprsentative Input- Banowarilal Chowdhary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Crorepati Lottery Number: এই নম্বরেই লটারি উঠেছে দাদা, কিন্তু ভাঙাতে গিয়ে মাথায় হাত. বন্ধু করে দিল কোটি টাকার ফ্রড, তারপর...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল