TRENDING:

'কোটিপতি' চোর...! বিশালাকার 'বাড়ির' পর এবার CCTV ঘেরা বিলাসবহুল রেস্তোরা, বিপুল সম্পত্তির উৎস কি শুধুই চুরি?

Last Updated:
Crorepati: তোলপাড় পরে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। লাখোপতি নয়, একেবারে কোটিপতি চোর। তার সম্পত্তির বহর চোখ ধাঁধিয়ে দিচ্ছে বাঘা বাঘা পুলিশ অফিসারদের। বাংলার সাদামাটা আর পাঁচটা গ্রাম। আর সেই গ্রামের মাঝেই এই চোরের প্রায় রাজপ্রাসাদ।
advertisement
1/7
'কোটিপতি' চোর...! বিশালাকার 'বাড়ির' পর এবার CCTV ঘেরা বিলাসবহুল রেস্তোরা, উৎস শুধুই চুরি?
তোলপাড় পরে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। লাখোপতি নয়, একেবারে কোটিপতি চোর। তার সম্পত্তির বহর চোখ ধাঁধিয়ে দিচ্ছে বাঘা বাঘা পুলিশ অফিসারদের। বাংলার সাদামাটা আর পাঁচটা গ্রাম। আর সেই গ্রামের মাঝেই এই চোরের প্রায় রাজপ্রাসাদ।
advertisement
2/7
কয়েকদিন আগে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে অমিত দত্ত নামের এই ব্যক্তি। চুরির তদন্তে নেমে পুলিশ তো হতবাক। অমিতের বাড়িতে তদন্তের জন্য গিয়ে পুলিশ তো থ। ছুটে এসেছেন আশেপাশের মানুষও।
advertisement
3/7
ঢুকেই তো চক্ষু চড়কগাছ। কী নেই সেই বাড়িতে? অত্যাধুনিক অ্যামিনেটিস থেকে দামি টিভি, আসবাব, ঝাড়বাতি। না বলতে কোটি টাকার সম্পত্তি করে বসেছে এই 'চোর'। প্রতীকী ছবি
advertisement
4/7
এদিকে এরই মধ্যে মিলল কোটিপতি চোরের রেস্তোরার হদিস। দক্ষিণ ২৪ পরগনার নোয়াখালীতে কোটিপতি চোরের তিনতলা প্রাসাদের মতো বাড়ির পর এবার তারই রেস্তোরার হদিস। বাওয়ালির সখের বাজারে রেস্তোরার হদিস পাওয়া গিয়েছে।
advertisement
5/7
স্থানীয় সূত্রের খবর প্রায় দু'বছর আগে এই রেস্তোরা করা হয়। তবে বেশ কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় রেস্তোরাটি। বাওয়ালি সখের বাজারে রয়েছে এই বিলাসবহুল রেস্তোরা। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে কিছু না বললেও তারা জানান এই গ্রাম্য এলাকায় এই ধরনের বিলাসবহুল রেস্তোরা সেই ভাবে চলছিল না।
advertisement
6/7
সূত্রের খবর নতুন করার পর বেশ কিছুদিন খোলা থাকলেও তারপরই বন্ধ হয়ে যায় সেই রেস্তোরা এবং রাজপ্রাসাদের চারদিকে যে রকম সিসি ক্যামেরা মোড়া ছিল সেই রকমই রেস্তোরাঁটিও সিসি ক্যামেরার নজরদারিতে।
advertisement
7/7
কিন্তু প্রশ্ন উঠছে চুরির টাকাতেই কি কোটি টাকার এই সম্পত্তি অমিতের? বাড়ি থেকে রেস্তোরা সর্বত্রই কেন এত নজরদারি? সিসিটিভি ক্যামেরার ঘেরাটোপের পিছনে অন্য কিছু চলতো নাতো? অমিত কী একই চুরির কারবারে যুক্ত? নাকি দলে আছে আরও কেউ? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'কোটিপতি' চোর...! বিশালাকার 'বাড়ির' পর এবার CCTV ঘেরা বিলাসবহুল রেস্তোরা, বিপুল সম্পত্তির উৎস কি শুধুই চুরি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল