আমফানের ঝড়ে তছনছ জমি, কলা গাছে ব্যাপক ক্ষতি, ক্ষতির মুখে চষিরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ধান-আলুর মতোই হুগলি জেলায় ক্ষতির মুখে কলা চাষিরা
advertisement
1/5

আমফানের ঝড়ে হুগলি জেলায় চাষে ব্যাপক ক্ষতি। জমিতে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে ফসল। মাথায় হাত কলা চাষিদের। আমফানের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দক্ষিমবঙ্গের একাধিক জেলা। চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান-আলুর মতোই হুগলি জেলায় ক্ষতির মুখে কলা চাষিরা
advertisement
2/5
চন্দননগর, চূঁচূড়া, পোলবা, মানকুণ্ডু, নসিবপুর, সিঙ্গুরে কলা চাষ হয়। ঝড়ে এখনও পর্যন্ত কয়েক হাজার বিঘা জমিতে কলা গাছ নষ্ট।
advertisement
3/5
এরাজ্য তো বটেই, ভিনরাজ্যেও পৌঁছোয় হুগলির কলা। দুর্গাপুজো থেকে ছটপুজো। চাহিদা থাকে তুঙ্গে। লাভও হয় ভাল। কিন্তু, এবারের ফসল জমিতেই তছনছ।
advertisement
4/5
চন্দননগর, নান্দা, ছিনামোড়, নসিবপুর ও সিঙ্গুরে রয়েছে কলা কেনাবেচার হাট। ভাঙা কলার কাঁদির দাম নেই।
advertisement
5/5
নতুন করে ফলন আসতে সময় লাগবে এক বছরের বেশি। মাথায় ব্যাঙ্কের ঋণের বোঝা। কীভাবে শোধ হবে দেনা? কীভাবে চলবে সংসার? চিন্তায় হুগলির কলা চাষিরা।