TRENDING:

Cricket Festival: গুসকরায় ক্রিকেট উৎসব, আইপিএলের ধাঁচে নিলাম! ক্রিকেটপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা, কবে, কোথায় দেখবেন ম্যাচ?

Last Updated:
Cricket Festival in Guskhara: গুসকরায় ক্রিকেট উৎসব। আইপিএলের ধাঁচে অনুষ্ঠিত হল নিলাম পর্ব। লুকানো প্রতিভা বড় মঞ্চে তুলে ধরার অনন্য প্রয়াস গ্রুপ অফ ডায়মন্ডের। নিলামের মাধ্যমে মোট ১২০ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে উদ্বোধনী ম্যাচ।
advertisement
1/5
গুসকরায় ক্রিকেট উৎসব, IPL-এর ধাঁচে নিলাম! কবে, কোথায় দেখবেন ম্যাচ?
ওরগ্রামের এক মনোরম রিসোর্টে অনুষ্ঠিত হল ‘গ্রুপ অফ ডায়মন্ড’এর পঞ্চম'তম নিলাম পর্ব। ক্রিকেটপ্রীয়দের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। আইপিএলের আদলে সাজানো এই নিলাম ঘিরে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। ক্রিকেটার থেকে সমর্থক, সবার মধ্যেই ছড়িয়ে পড়েছিল খেলাধুলোর উন্মাদনা। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
এই নিলাম পর্বে আউশগ্রাম, মঙ্গলকোট ও ভাতার এলাকার মোট ২২০ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেন। শহরের আটটি দলের মধ্যে থেকে ১২০ জন খেলোয়াড়কে নিজেদের দলে তুলে নেওয়া হবে, ক্লাব সূত্রে এমনটাই জানা গিয়েছে। সকাল থেকেই শুরু হয়েছিল বাছাই প্রক্রিয়া, আর প্রতিটি দলের টেবিলে জমে ওঠে দর কষাকষির উত্তেজনা।
advertisement
3/5
গ্রুপ অফ ডায়মন্ড ক্লাবের এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল পাঁচ বছর আগে গুসকরা পিপি ইনস্টিটিউশন মাঠে। এরপর থেকেই প্রতিবছর জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এই টুর্নামেন্ট। এবছরও তার ব্যতিক্রম নয়। এবারের নিলামে সর্বোচ্চ দর পেয়ে আলোচনায় উঠে এসেছেন গুসকরা ঈশিতা সুপার জায়ান্টস দলের এক প্রতিভাবান তরুণ খেলোয়াড়।
advertisement
4/5
ডায়মন্ড ক্লাবের সদস্য রাজ ভৌমিক বলেন, 'স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের আরও উৎসাহিত করে বড় মঞ্চে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলার মান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য'। ক্লাব সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি দলকে ১২ হাজার টাকার বিনিময়ে ১৫ জন খেলোয়াড় কিনতে হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে উদ্বোধনী ম্যাচ। পুরো টুর্নামেন্টে মোট ৩১টি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হবে।
advertisement
5/5
আইপিএল-এর আদলে সাজানো এই খেলায় থাকবে নামিদামি আম্পায়ার, অভিজ্ঞ ধারাভাষ্যকার, রঙিন জার্সি, লাইভ সম্প্রচার ও উচ্ছ্বসিত দর্শকের ভিড়। স্থানীয় ক্রিকেটারদের জন্য এটি এক নতুন মঞ্চ, এক নতুন স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cricket Festival: গুসকরায় ক্রিকেট উৎসব, আইপিএলের ধাঁচে নিলাম! ক্রিকেটপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা, কবে, কোথায় দেখবেন ম্যাচ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল