TRENDING:

CPIM Brigade: ব্রিগেডে হাজির হয়ে গেলেন 'খোকাবাবু'! কে জানেন এই ব্যক্তি? লালে লাল ব্রিগেডে CPIM-এর শক্তি বোধহয় এই 'রবি'রাই

Last Updated:
CPIM Brigade: দীর্ঘ পথ পাড়ি দিয়ে হালিশহর থেকে হুইল চেয়ারে ব্রিগেডে শারীরিকভাবে দুর্বল বামপন্থী সমর্থক রবি দাস।
advertisement
1/6
ব্রিগেডে হাজির হয়ে গেলেন 'খোকাবাবু'! কে জানেন ইনি? লালে লাল ব্রিগেডে CPIM-এর শক্তি ওঁরা'ই
হুইল চেয়ারে চেপেই ব্রিগেডে হালিশহরের রবি। শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের মত গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে সিপিএম। আর সেখানেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে হালিশহর থেকে হুইল চেয়ারে ব্রিগেডে শারীরিকভাবে দুর্বল বামপন্থী সমর্থক রবি দাস।
advertisement
2/6
রোদ বৃষ্টি পথে নানা বাধার সম্মুখীন হলেও রবিকে আটকাতে পারেনি কেউ। কমরেড রবিকে সমাবেশের ময়দানে দেখেই যেন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও
advertisement
3/6
চলছে ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় লাইভ। তখন রবি যেন হয়ে উঠেছে হিরো। কমরেড রবিও তখন বেজায় খুশি এত কিছু দেখে। আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারেন না রবি। কথা বলতে গেলেও জড়িয়ে যায়। হুইল চেয়ারের ছাউনি থেকে পিছনের ব্যানার সব জায়গাতেই সিপিএমের ছোঁয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের একান্ত ভক্ত রবি।
advertisement
4/6
সর্বদাই যেন বামপন্থী সমর্থক রবি দাস মজে থাকেন তার লাল ঝাণ্ডার মোহে। রবির বাড়ি কাঁচরাপাড়া ২৪ নম্বর ওয়ার্ডের অরুণাচল এলাকায়। প্রতিবন্ধী হওয়ায়, তিন চাকায় ভর করেই রবি একসময় পৌছে গিয়েছিল সিঙ্গুরে, এমনকি দিল্লিও পারি দিয়েছিল লাল ঝান্ডা ওড়াতে।
advertisement
5/6
আজ হয়ত রবির দল অনেকটাই পিছনের সারিতে, কিন্তু তাতে কিছু যায় আসে না রবির। ছোটবেলা থেকেই যে লাল ঝান্ডা তার মনেপ্রাণে। মঞ্চে দলীয় নেতারা থাকলেও ময়দানে থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়াজ তুলতে দেখা যায় তাকে।
advertisement
6/6
রবিবার একেবারে পা থেকে মাথা পর্যন্ত লাল রঙের পোশাক, এমনকি চোখের সানগ্লাসেও লাল রংয়ের ছোঁয়া। তার তিন চাকার বাহনটিও করেছেন লাল রং। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পতাকা থেকে কাস্তে হাতুড়ি চিহ্নের লাল পতাকা। এদিনের ব্রিগেডে যেন লালে লাল। আর রবি খোকাবাবু।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
CPIM Brigade: ব্রিগেডে হাজির হয়ে গেলেন 'খোকাবাবু'! কে জানেন এই ব্যক্তি? লালে লাল ব্রিগেডে CPIM-এর শক্তি বোধহয় এই 'রবি'রাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল