TRENDING:

করোনা আতঙ্কে যাওয়া হল না মাসির বাড়ি, ভার্চুয়ালি মায়াপুর ইসকনের রথযাত্রা দেখলেন ভক্তরা

Last Updated:
ঘোষণা মতোই ভার্চুয়ালি দেশ-বিদেশের ভক্তরা মায়াপুরের ইসকনের রথযাত্রা উপভোগ করলেন।
advertisement
1/6
করোনায় যাওয়া হল না মাসির বাড়ি,ভার্চুয়ালি মায়াপুর ইস্কনের রথ দেখলেন ভক্তরা
পথে নয় মন্দির চত্বরে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা। ঘরোয়া ভাবেই মঙ্গলবার পালন হল মায়াপুরের ইসকনের রথযাত্রা। ঘোষণা মতোই ভার্চুয়ালি দেশ-বিদেশের ভক্তরা মায়াপুরের ইসকনের রথযাত্রা উপভোগ করলেন। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
মূলত প্রত্যেক বছর এই রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে মায়াপুরের ইসকন রথযাত্রা শুরু হয়। ৬ কিলোমিটার দূরে এই রথযাত্রা গিয়ে শেষ হয় ইসকন মন্দির চত্বরেই। ইসকন মন্দির চত্বরে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করে সেখানেই সাতদিন ধরে পুজো করা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে। কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণের জেরে রাজাপুর জগন্নাথ মন্দিরে পৃথকভাবে রথযাত্রা পালন করা হয়েছে। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
অন্যদিকে মঙ্গলবার দুপুরের পর থেকেই শুনশান ছিল মায়াপুর ইসকন মন্দির চত্বর। বাইরে থেকে কোন ভক্তদের যেহেতু প্রবেশের অনুমতি ছিল না তাই সে অর্থে কোন ভক্ত ভিড় জমায়নি এদিন ইসকন মন্দির চত্বরে। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
এদিন বিকেল চারটে নাগাদ চিরাচরিত রীতি মেনেই ইসকন মন্দির চত্বরে রথ টানা হয়। এক ঘণ্টাব্যাপী মন্দির চত্বরে ঘুরিয়ে তারপর নিয়ম মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইসকন মন্দির চত্বরেই। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম ছিল এদিন ইসকন মন্দির চত্বরে। তবে সেবায়তরাই এদিন রথের দড়ি টেনেছে। স্বাস্থ্যবিধি মেনে অবশ্য মন্দিরের বেশিরভাগ সেবায়েতরাই মাস্ক পড়েছিল। যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা যায় তার জন্য বারবার মন্দির কর্তৃপক্ষের তরফে রথ চলাকালীন ঘোষণা করা হচ্ছিল। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
তার সঙ্গে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছিল ভক্তদের মধ্যেই। সব মিলিয়ে জাঁকজমকহীন হলেও নিয়ম রীতি মেনেই মঙ্গলবার মায়াপুরের ইসকন রথযাত্রা পালন করা হল। ছবি ও তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
করোনা আতঙ্কে যাওয়া হল না মাসির বাড়ি, ভার্চুয়ালি মায়াপুর ইসকনের রথযাত্রা দেখলেন ভক্তরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল