৩০ লক্ষ বাজেটের কালীপুজো! জেলাবাসীর নজর কাড়তে তৈরি প্রাক্তন মন্ত্রীর ছেলের ক্লাব, থাকছে প্রসাদ বিতরণ উৎসব সহ একাধিক চমক
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Kali Puja 2025: এবার পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। থিম নির্মাণ, বিদ্যুৎ, আলোকসজ্জা এবং সামাজিক কর্মসূচির পিছনে পুরো বাজেটের বড় অংশ ব্যয় করা হচ্ছে। প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির নেতৃত্বে এই ক্লাব প্রতিবছরই নতুন থিমে জেলাবাসীর মন জয় করে।
advertisement
1/6

দুর্গাপুজোর আনন্দ মিটতেই জেলাজুড়ে কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। প্রতিবারের মতো এবারও কাঁথির ইন্দিরা ক্লাবের কালীপুজো নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির নেতৃত্বে এই ক্লাব প্রতিবছরই নতুন থিমে জেলাবাসীর মন জয় করে। দীর্ঘ ৩৫ বছর ধরে ইন্দিরা ক্লাব কাঁথির পুজো মানচিত্রে বিশেষ পরিচিতি গড়ে তুলেছে। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
2/6
ইন্দিরা ক্লাবের কালীপুজো শুধুমাত্র থিম বা সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও তাঁরা জেলার মনে আলাদা জায়গা করে নিয়েছে। প্রতিবছরই ক্লাবের তরফে সমাজসেবামূলক নানা কর্মসূচি নেওয়া হয়। এই বছর পুজো উপলক্ষে ক্লাবের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজিত হবে। ক্লাব সদস্যরা জানিয়েছেন, এই বছরের থিমকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। খুঁটিপুজোর মধ্যে দিয়েই চেনা উৎসবের আবহে নতুন চমকের ইঙ্গিত মিলেছে।
advertisement
3/6
জাঁকজমকপূর্ণ খুঁটিপুজোর মধ্য দিয়ে এবারের কালীপুজোর থিম তৈরির কাজ শুরু হয়েছে। খুঁটিপুজোর দিন ক্লাব প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল দেখার মতো। উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান তথা এই পুজোর অন্যতম উদ্যোক্তা সুপ্রকাশ গিরি সহ ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় বাসিন্দারা। ঢাক, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই বছরও থিম নিয়ে চমক দিতে প্রস্তুত উদ্যোক্তারা।
advertisement
4/6
ইন্দিরা ক্লাবের পুজো এবার ৩৫ বছরে পদার্পণ করল। এই দীর্ঘ যাত্রায় এই ক্লাব কাঁথিবাসীর মনে আলাদা স্থান করে নিয়েছে। প্রতিবারের মতো এই বছরও নজরকাড়া আলোসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা এবং দর্শনার্থীদের জন্য নতুন থিমের চমক থাকবে। পুজোর আগের দিন থেকেই মণ্ডপ খুলে দেওয়া হবে, যাতে দর্শনার্থীরা আগে থেকেই থিম উপভোগ করতে পারেন। ক্লাবের সদস্যরা বলছেন, দর্শকদের প্রত্যাশা পূরণই তাঁদের প্রধান লক্ষ্য।
advertisement
5/6
এবার পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। থিম নির্মাণ, বিদ্যুৎ, আলোকসজ্জা এবং সামাজিক কর্মসূচির পিছনে পুরো বাজেটের বড় অংশ ব্যয় করা হচ্ছে। পুজোর প্রতিটি দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও বিশাল প্রসাদ বিতরণ উৎসব আয়োজিত হবে, যেখানে প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। সামাজিক ও ধর্মীয় মিলনের এই উৎসব ঘিরে কাঁথি শহরে উৎসবের আমেজ।
advertisement
6/6
পুজোর অন্যতম উদ্যোক্তা সুপ্রকাশ গিরি বলেন, “ইন্দিরা ক্লাব সবসময় সমাজের মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছে। এই বছরও আমাদের লক্ষ্য কাঁথির মানুষকে নতুন কিছু উপহার দেওয়া। থিম তৈরির কাজ শুরু হয়েছে, আশা করি এবারের কালীপুজো জেলাবাসীর মনে নতুন স্মৃতি তৈরি করবে।” (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
৩০ লক্ষ বাজেটের কালীপুজো! জেলাবাসীর নজর কাড়তে তৈরি প্রাক্তন মন্ত্রীর ছেলের ক্লাব, থাকছে প্রসাদ বিতরণ উৎসব সহ একাধিক চমক