Cyclone YAAS: ইয়াস-ভরা কোটালের তাণ্ডবে তছনছ মৌসুনি দ্বীপ, ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের কমিউনিটি কিচেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
আজ প্রশাসনের উদ্যোগে মৌসুনি দ্বীপে চালু হল কমিউনিটি কিচেন (community kitchen)।
advertisement
1/6

*২০২০-র মে মাসে আমফানে একপ্রকার ধংস হয়ে গিয়েছিল মৌসুনি দ্বীপ। ভয়ঙ্কর সেই প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি মুছে যখন একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল দ্বীপের বাসিন্দারা, ঠিক সেই সময় আঘাত হানল ইয়াস। আর এ বারের ক্ষতি আরও মারাত্বক।
advertisement
2/6
*যে দ্বীপের মানুষের একমাত্র আয় পর্যটন কেন্দ্রিক। সেখানে লকডাউন শুরু হওয়ায় এমনিই অভাব অনটন ছিল তাঁদের নিত্যসঙ্গী। তারপর ইয়াস কপিনে শেষ পেরেক পুঁতে দিল। এখন মৌসুনি জুড়ে শুধুই মানুষের কান্না, হাহাকার। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানো হবে।
advertisement
3/6
*রবিবার প্রশাসনের উদ্যোগে মৌসুনি দ্বীপে চালু হল কমিউনিটি কিচেন। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মহকুমা শাসক অরন্য বন্দ্যোপাধ্যায়, বিডিও শান্তনু সিংহ ঠাকুর, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়-সহ জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ কর্তারা।
advertisement
4/6
*মৌসুনি দ্বীপে প্রায় সাড়ে আঠারো হাজার মানুষের বাস। সাইক্লোন ইয়াস এবং ভরা কোটালের জোড়া ফলায় বিধ্বস্ত সেখানকার মানুষের জীবন। জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে মাথা গোঁজার আশ্রয়টুকুও। শেষ সম্বলটুকু নিয়ে তাঁরা দিন কাটাচ্ছেন ত্রাণশিবিরে।
advertisement
5/6
*এমতাবস্থায় সাড়ে বারো হাজার মানুষকে প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ৪৫টি জায়গায় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই আজ থেকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তবে বালিয়াড়ি ছাড়া অন্যান্য এলাকার জল নেমে গেছে বলে দাবি প্রশাসনের। এ দিন রান্না হয়েছে খিচুড়ি। প্রশাসনের কর্তারা আসহায় মানুষগুলর হাতে তুলে দিয়েছেন সেই খাবার।
advertisement
6/6
*মৌসুনিতে পনেরটি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে (প্রতি ট্যাংক ২০,০০০ লিটার) ইতিমধ্যেই। এ ছাড়াও পাউচ প্যাকেটে নিয়মিত জল পাঠানো হচ্ছে। এলাকার নলকূপ মেরামতির জন্য PHE এর সঙ্গে কথা বলে কাজ শুরু হয়েছে ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone YAAS: ইয়াস-ভরা কোটালের তাণ্ডবে তছনছ মৌসুনি দ্বীপ, ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের কমিউনিটি কিচেন