Cold Drinks: পকেট থেকে খসবে না বেশি টাকাও, এই দোকানের আইসক্রিম লস্যি বিক্রি হচ্ছে হুড়মুড়িয়ে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Cold Drinks: বাঁকুড়ার ২০ টাকার আইসক্রিম লস্যি হার মানাচ্ছে তীব্র গরমকেও
advertisement
1/7

বাঁকুড়ার গরমে, শরীর-মন ঠান্ডা করা পকেট ফ্রেন্ডলি লস্যি
advertisement
2/7
মাত্র কুড়ি টাকার লস্যিতে, লস্যি ছাড়াও রয়েছে অন্যান্য সারপ্রাইজ
advertisement
3/7
এক কাপ লস্যিতে দেওয়া হয় এক স্কুপ আইসক্রিম। এখানে শেষ নয়, রয়েছে আরও
advertisement
4/7
এরপর লস্যিতে ছড়িয়ে দেওয়া হয় কুচো বাদাম
advertisement
5/7
তারপর চকলেট সিরাপ দিয়ে সার্ভ করা হয়। পেট এবং মন জুড়িয়ে দেওয়া স্পেশাল আইসক্রিম লস্যি। দাম মাত্র কুড়ি টাকা।
advertisement
6/7
বাঁকুড়ার মাচানতলার ছোট্ট একটি লস্যির দোকানে পেয়ে যাবেন এই আইসক্রিম লস্যি।
advertisement
7/7
সুমনের লস্যির দোকানে পেয়ে যাবেন বাঁকুড়ার গরমের থেকে এক চিলতে রেহাই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cold Drinks: পকেট থেকে খসবে না বেশি টাকাও, এই দোকানের আইসক্রিম লস্যি বিক্রি হচ্ছে হুড়মুড়িয়ে