West Bardhaman News: বিরাট আবিষ্কার! বোটও চলবে, দূষণও হবে না! জলপথে বিপ্লব আনল দুর্গাপুর
- Reported by:Nayan Ghosh
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
দূষণমুক্ত জলপথ পরিবহনের জন্য বড় কাজ করে ফেলল দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিএমইআরআই। ডিজেল চালিত বোটগুলির পরিবর্তে এই বোটের ব্যবহার কমাবে বায়ুদূষণ।
advertisement
1/5

এবার দূষণমুক্ত জলপথ পরিবহনের জন্য বড় কাজ করে ফেলল দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিএমইআরআই।
advertisement
2/5
সিএসআইআর সিএমইআরআই দুর্গাপুর তৈরি করে ফেলেছে সৌরবিদ্যুৎ চালিত ইলেকট্রিক বোট। যা জলপথে পরিবহন দূষণমুক্ত করবে। ডিজেল চালিত বোটগুলির পরিবর্তে এই বোটের ব্যবহার কমাবে বায়ুদূষণ।
advertisement
3/5
ইতিমধ্যেই সিএমইআরআই এর তৈরি এই পরিবেশবান্ধব বোটের সফল প্রদর্শন করা হয়েছে। সৌরবিদ্যুৎ চালিত এই ইলেকট্রিক বোটে বসতে পারবেন ১৬ জন সাধারণ যাত্রী। তাছাড়াও দু'জন ক্রু মেম্বারের জায়গা রয়েছে এখানে।
advertisement
4/5
সংস্থার তরফে জানানো হয়েছে, এটি টুইন হাল ক্যাটামারান ধর্মীয় একটি বোট। যা সম্পূর্ণরূপে সাসটেনেবল এবং ইকো ফ্রেন্ডলি জলপথ পরিবহনের একটি মাধ্যম। যা জ্বালানি তেল ব্যবহারে পরিবেশ দূষণের মাত্রা অনেক কমাবে।
advertisement
5/5
দুর্গাপুর সিএমইআরআই-এর তৈরি এই নতুন আবিষ্কার যথেষ্ট গুরুত্বপূর্ণরূপেই দেখছেন গবেষকরা। বর্তমানে যখন ব্যাটারি চালিত বাইক, গাড়ির চাহিদা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সৌরবিদ্যুৎ চালিত এই বোট যথেষ্ট কার্যকরী হবে বলেই তারা মনে করছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: বিরাট আবিষ্কার! বোটও চলবে, দূষণও হবে না! জলপথে বিপ্লব আনল দুর্গাপুর