Mamata Banerjee: বানভাসি পাঁশকুড়ায় মমতা, কেন্দ্রকে দুষেও ত্রাণ নিয়ে বড় ঘোষণা! দুর্গতদের পাশে থাকার বার্তা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee in Panskura: নিম্নচাপের জেরে বৃষ্টি, সঙ্গে দোসর ডিভিসির ছাড়া জল। জোড়া ফলার আক্রমণে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/8

নিম্নচাপের জেরে বৃষ্টি, সঙ্গে দোসর ডিভিসির ছাড়া জল। জোড়া ফলার আক্রমণে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানভাসি এলাকার পরিস্থিতি দেখে ডিভিসির পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মমতা।
advertisement
2/8
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক নয়। ডিভিসির ছাড়া জলেই ভোগান্তি পোহাতে হয়। আর কোনও সম্পর্ক রাখার অর্থ হয় না।’’
advertisement
3/8
বাংলায় বন্যা পরিস্থিতির জন্য ঝাড়খণ্ড সরকারকেও দুষলেন মমতা। তিনি জানান, ‘‘তোমার রাজ্যকে (ঝাড়খণ্ড) বাঁচিয়ে আমি আমার রাজ্যের জনগণের ক্ষতি করব এটা মেনে নিতে পারলাম না। আমি দুঃখিত। আজ থেকে আগামী তিন দিন ঝাড়খণ্ড সীমান্ত সিল করা হল। জাতীয় সড়কের ওপর দিয়েও জল বইছে। গাড়ি ডুবে বিপদ আসুক আমি চাই না।’’
advertisement
4/8
বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগলেন মমতা। ‘‘রাজ্যের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না। প্রয়োজন ৫০ লক্ষ পাকা বাড়ি। আবাসের টাকা দেওয়া হচ্ছে না। এগারো লক্ষ বাড়ি রাজ্য করে দেবে। কিন্তু আরও বাড়ি প্রয়োজন। কারণ বন্যায় ব্যাপক ক্ষতি’’, বলেন মুখ্যমন্ত্রী।
advertisement
5/8
বন্যার সময় বাড়ে সাপের উপদ্রব। সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ‘‘সাপে কামড়ানো, জলবাহিত রোগের সম্ভাবনা এবার বাড়বে। তাই ওষুধ যেন পর্যাপ্ত রাখা হয়।’’
advertisement
6/8
পাঁশকুড়ায় এসে বন্যা ত্রাণ নিয়েও বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘ত্রাণের ত্রিপল একটা নয় দিতে হবে তিনটে করে’’, জানালেন মুখ্যমন্ত্রী।
advertisement
7/8
এদিন তাঁর কথায় উঠে এল বীরভূমের প্রসঙ্গও। ‘‘বীরভূমের ঘটনা থেকে শিক্ষা নাও। জলের স্রোতে যাবে না। কাল জেলাশাসক, সাংসদ, বিধায়করা প্রাণে বেঁচে গিয়েছেন’’, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
8/8
এদিন আরজি কর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিশেষ কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘‘‘‘চিকিৎসকরা কাজে যোগ দিন। আমি আর বেশি কিছু বলব না।’’
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: বানভাসি পাঁশকুড়ায় মমতা, কেন্দ্রকে দুষেও ত্রাণ নিয়ে বড় ঘোষণা! দুর্গতদের পাশে থাকার বার্তা