CM Mamata Banerjee: বীরসা ও রবির ছবি হাতে ভাষা আন্দোলন! ঝাড়গ্রামে মমতাকে ঘিরে উচ্ছ্বাস
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
ভাষা আন্দোলন উপলক্ষে ইতিমধ্যেই কলকাতা ও শান্তিনিকেতনে দু’টি মিছিল করেছেন মমতা। তৃতীয় পদযাত্রাটি করলেন জঙ্গলমহলে। প্রথমবারের জন্য ঝাড়গ্রাম শহরের বুকে বিশাল বড় মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল তাঁকে
advertisement
1/6

মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ পদযাত্রা করতে বহুবার দেখা গিয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলার বুকে এমন দৃশ্য পরিচিত হলেও ঝাড়গ্রামে এই প্রথম ঘটল। ভিনরাজ্যে মাতৃভাষা বাংলা হওয়ার কারণে নির্যাতনের শিকার হচ্ছেন বাঙালিরা। তাঁদের পক্ষে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী। সেই আন্দোলন কর্মসূচির কারণেই বুধবার ঝাড়গ্রামের রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলে হাঁটলেন তিনি।
advertisement
2/6
জঙ্গলমহলে ভাষা আন্দোলন শুরুর মিছিলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভূঁইয়া সহ রাজ্যের একাধিক মন্ত্রী। হাজির ছিলেন জেলা তৃণমূলের পদাধিকারীরা।
advertisement
3/6
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আটকানো প্ল্যাকার্ড নিয়ে এইদিন ঝাড়গ্রামের মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী।
advertisement
4/6
ভাষা আন্দোলন উপলক্ষে ইতিমধ্যেই কলকাতা ও শান্তিনিকেতনে দু’টি মিছিল করেছেন মমতা। তৃতীয় পদযাত্রাটি করলেন জঙ্গলমহলে। প্রথমবারের জন্য ঝাড়গ্রাম শহরের বুকে বিশাল বড় মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল তাঁকে। এই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়া ঘিরে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার আগ্রহও ছিল প্রবল।
advertisement
5/6
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য ঝাড়গ্রাম শহরের বিখ্যাত কুমুদকুমারী ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের স্কুলের পাঁচিলের ফাঁক থেকে উঁকিঝুঁকি মারতে দেখা যায়।
advertisement
6/6
মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বার দেখার জন্য মুখিয়ে ছিল ঝাড়গ্রামবাসী। তাঁকে সামনে পেয়ে ছবি তোলার জন্য ভিড় করেন সমর্থকরা। এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলে জেলা প্রশাসন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
CM Mamata Banerjee: বীরসা ও রবির ছবি হাতে ভাষা আন্দোলন! ঝাড়গ্রামে মমতাকে ঘিরে উচ্ছ্বাস