TRENDING:

জয়দেব সেতু অতীত...! এবার আরও বড় চমক, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই যা পেলেন বীরভূম-পশ্চিম বর্ধমানের বাসিন্দারা

Last Updated:
সেতু ও বাস পরিষেবা মেলায় দুই জেলার শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন ব্যাবস্থা সহ সামগ্রিক উন্নয়নের অগ্রগতি ঘটবে।  সারা বাংলার মানুষের কবি জয়দেব মেলায় আসা আরও সহজ হয়ে উঠবে।
advertisement
1/6
জয়দেব সেতু অতীত...! এবার আরও বড় চমক, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই যা মিলল
বহু প্রতীক্ষিত অজয় নদের উপর স্থায়ী সেতুর উদ্বোধন হতেই চালু হয়ে গেল সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। দুই জেলার সেতুর মেলবন্ধনে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহণ ব্যবস্থায় চলে এল অমূল পরিবর্তন। মঙ্গলবার বীরভূমের ইলামবাজার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অজয় নদের ওপর নবনির্মিত সেতুর উদ্বোধন করেন। অজয় নদের জয়দেব ঘাটের উপরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের শিবপুর ও বীরভূমের জয়দেবের মাঝে ওই সেতু নির্মাণ করা হয়েছে।
advertisement
2/6
দীর্ঘ প্রায় এক কিলোমিটার সেতুটি এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই সেতুর নামকরণ করা হয় ‘জয়দেব সেতু’।
advertisement
3/6
এরপরেই এই সেতু দিয়ে চালু হয়ে যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) দুর্গাপুর-সিউড়ি রুটের বাস। শিবপুর থেকে এই বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল।
advertisement
4/6
পাশাপাশি একটি বেসরকারি যাত্রীবাহী বাস পরিষেবাও চালু হয় এদিন। মুখমন্ত্রীর সেতু উদ্বোধনের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় সেতুর ওপরে সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবাও চালু করা হয়। সেতু ও বাস পরিষেবা মেলায় দুই জেলার শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন ব্যাবস্থা সহ সামগ্রিক উন্নয়নের অগ্রগতি ঘটবে।
advertisement
5/6
সারা বাংলার মানুষের কবি জয়দেব মেলায় আসা আরও সহজ হয়ে উঠবে। দুই কিলোমিটার ৭০০ মিটার ওই সেতু নির্মাণ করতে প্রায় ১৩৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যায় হয়েছে।
advertisement
6/6
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে সিউড়ি রুটে সরকারি বাস ও বেসরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে। সেতু তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়ন হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জয়দেব সেতু অতীত...! এবার আরও বড় চমক, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই যা পেলেন বীরভূম-পশ্চিম বর্ধমানের বাসিন্দারা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল