TRENDING:

নৈহাটিতে বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী! সঙ্গে নতুন বেনারসি, নাড়ু! একগুচ্ছ প্রকল্পের ঘোষণা

Last Updated:
Mamata Banerjee at Boroma- এদিন বড়মার মন্দির সংলগ্ন ফেরিঘাটের নাম বড়মার নামে রাখারও নির্দেশ দেন। ফলে আগামিদিনে এই ফেরি ঘাট নৈহাটি ফেরি সার্ভিসের বদলে বড়মা ফেরি সার্ভিস নামে পরিচিতি পেতে চলেছে। এর জন্য সাংসদ তহবিলের ১০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান মমতা।
advertisement
1/6
নৈহাটিতে বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী! সঙ্গে নতুন বেনারসি, নাড়ু! একগুচ্ছ প্রকল্প
অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল আজ। নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে-সহ অন্য বিধায়ক ও জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বড়মার মন্দিরে। এবার এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয় নৈহাটির অরবিন্দ রোড বড়মার মন্দির চত্বর। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমান রাস্তার দু'পাশে।
advertisement
3/6
ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজরিয়া-সহ জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী ও মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও। গাড়ি থেকে নেমেই মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে ছিল বড়মার জন্য আনা নতুন দুটি বেনারসি শাড়ি। শুধু তাই নয়, তিনি কৌটো করে নাড়ুও নিয়ে আসেন বড়মাকে নিবেদন করার জন্য।
advertisement
4/6
এর পরই বড়মার কষ্টি পাথরের নবনির্মিত মূর্তির সামনে গিয়ে কথা বলেন পুরোহিতের সঙ্গে। একে একে নতুন বস্ত্র, নাড়ু, ফল, মিষ্টি তুলে দেন পুজোর জন্য। এর পরই নিষ্ঠা সহকারে পুজো দিতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, দ্বীপ হাতে দেন অঞ্জলিও। মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘণ্টা মতো মন্দিরে ছিলেন।
advertisement
5/6
মন্দিরের মধ্যেই পার্থ ভৌমিকের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনাও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এর পরই মন্দির থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ব্যক্তিগত কোনও গোত্রে নয়, মা মাটি মানুষের নামেই বড়মার কাছে পুজো দিলেন তিনি।
advertisement
6/6
পাশাপাশি এদিন বড়মার মন্দির সংলগ্ন ফেরিঘাটের নাম বড়মার নামে রাখারও নির্দেশ দেন। ফলে আগামিদিনে এই ফেরি ঘাট নৈহাটি ফেরি সার্ভিসের বদলে বড়মা ফেরি সার্ভিস নামে পরিচিতি পেতে চলেছে। এর জন্য সাংসদ তহবিলের ১০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান মমতা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নৈহাটিতে বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী! সঙ্গে নতুন বেনারসি, নাড়ু! একগুচ্ছ প্রকল্পের ঘোষণা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল