TRENDING:

Bankura News: মুখে হুইসেল! রোদ হোক কিংবা বৃষ্টি সাতসকালে হাজির ওরা...স্বচ্ছ বাঁকুড়ার স্বপ্ন পূরণে কারা?

Last Updated:
প্রতিদিন সকালে বাঁকুড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দেখা যায় এই কয়েকজন মহিলাকে, শহরের আবর্জনা এক জায়গায় জুটিয়ে শহরকে পরিষ্কার রাখে তারা। প্রতিদিন সকালে এটাই রুটিন তাদের।
advertisement
1/6
মুখে হুইসেল! রোদ হোক বা বৃষ্টি হাজির ওঁরা!...চোখে স্বচ্ছ বাঁকুড়ার স্বপ্ন! দেখুন
বাঁকুড়া শহর। বেশ আটোসাটো প্রাণোচ্ছল একটা শহর। সারাদিন ব্যস্ততা সপ্তম সুরে চড়ে থাকে। প্রচুর খাবার দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে ব্যবসা। সারাদিনের ব্যস্ততার পর বেশ অপরিচ্ছন্ন দেখায় শহরটাকে রাতের বেলা।
advertisement
2/6
কিন্তু জানেন কি ভোর হতে না হতেই আপনার বাড়ির আবর্জনা থেকে শুরু করে রাস্তাঘাটের আবর্জনা পর্যন্ত পরিষ্কার করছেন কারা? এই কাজটি করে থাকেন কয়েকজন মহিলা।
advertisement
3/6
বাঁকুড়া পৌরসভা থেকে ১৫ টা ওয়ার্ডে ইতিমধ্যেই প্রতিদিন ভোরবেলা পৌঁছে যান কয়েকজন মহিলা যারা ঘরের আবর্জনা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করে থাকেন। শুধু আবর্জনা পরিষ্কার করাই নয়! প্লাস্টিক এবং পচনশীল আবর্জনা আলাদা আলাদা করে নীল এবং সবুজ বালতি বন্দি করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজটি করে থাকেন।
advertisement
4/6
হুইসেল বাজিয়ে এবং বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটি পরিবারেই প্রায় মুখ চেনা হয়ে গেছেন সাফাই কর্মীরা ইতিমধ্যেই। সঙ্গে বাঁকুড়ার মানুষও আবর্জনা সম্পর্কে হয়েছেন যথেষ্ট সচেতন। তৎপরতা দেখে এখন প্লাস্টিক এবং পচনশীল আবর্জনা আলাদা করে ফেলা হয়।
advertisement
5/6
বাঁকুড়া পৌরসভার উপ পৌর প্রধান হিরন চট্টরাজ জানান ইতিমধ্যেই বাঁকুড়া শহরের ১৫টি ওয়ার্ডের শুরু হয়েছে
advertisement
6/6
সপ্তাহে সাত দিন ভোর পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মহিলারা পরিষ্কার করে থাকেন বাঁকুড়া শহরকে। প্রত্যেকেরই সংসারে রয়েছে অভাব অনটন। এই কাজ করে তাদের সংসার না চললেও সংসারে অনেকটাই সাহায্য হয় বলে জানিয়েছেন তারা। সঙ্গে ভোরবেলা থেকে মহিলা সাফাই কর্মীদের এই কাজ যথেষ্ট গুরুত্ব সঙ্গে গ্রহণ করেছে বাঁকুড়াবাসী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: মুখে হুইসেল! রোদ হোক কিংবা বৃষ্টি সাতসকালে হাজির ওরা...স্বচ্ছ বাঁকুড়ার স্বপ্ন পূরণে কারা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল