Christmas Carnival in Howrah: পার্ক স্ট্রিটের ছোঁয়া এবার জেলায়, ক্রিসমাস কার্নিভালের বিরাট আয়োজন হাওড়ায়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Christmas Carnival in Howrah: কলকাতা পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভালের ধাঁচে হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল শুরু। চলবে ১২ দিন।
advertisement
1/5

নানা সাজের পাশাপাশি বাহারি আলোকসজ্জায় সেজেছে অনুষ্ঠান প্রাঙ্গণ। এতেই দারুণভাবে আকৃষ্ট হচ্ছেন হাওড়ার মানুষ। বিশেষ করে সেলফি জোনগুলিতে চোখে পড়ার মতো ভিড়। (রিপোর্টার-- রাকেশ মাইতি)
advertisement
2/5
ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডস হয়েছে বাড়ি আলোর মোড়কে। উৎসবের সাজে সেজেছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক।
advertisement
3/5
১২ দিন ব্যাপী অনুষ্ঠান। ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান, শিশুদের জন্য ম্যাজিক শো-সহ নানা আকর্ষণ থাকছে।
advertisement
4/5
প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা। অনুষ্ঠানের কয়েকদিন লাগছে না ইকো পার্কের প্রবেশ মূল্য।
advertisement
5/5
এই কারণে হলে থাকছে খাবার স্টল, পোশাক, হস্তশিল্প-সহ বাংলার বিখ্যাত জিনিস। এমনকী বাংলাদেশের বিখ্যাত জিনিসের স্টল রয়েছে এখানে। (রিপোর্টার-- রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Christmas Carnival in Howrah: পার্ক স্ট্রিটের ছোঁয়া এবার জেলায়, ক্রিসমাস কার্নিভালের বিরাট আয়োজন হাওড়ায়