TRENDING:

Chitfund: মা-মেয়ে মিলে দিত 'টোপ', বাজার থেকে তুলেছিল দশ হাজার কোটি টাকা! দিঘার কাছ থেকে ধরা পড়ল সেই মা-মেয়ে! ওই টাকা কোথায় গেছে জানেন?

Last Updated:
Chitfund: ওড়িশা পুলিশের ইওডব্লিউ রামনগর থানার হামিরপুর থেকে ইতিমধ্যে গ্রেফতার করে মা ও মেয়েকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে।
advertisement
1/6
মা-মেয়ে মিলে দিত 'টোপ', বাজার থেকে তুলেছিল দশ হাজার কোটি টাকা!দিঘার কাছ থেকে ধরা পড়ল দুজন
পঙ্কজ দাশ রথী, রামনগর: টাকা রাখলে মিলবে চড়া সুদ। নতুন সদস্য যোগ করলেও মিলবে মোটা অংকের লভ্যাংশ। অর্থলগ্নি সংস্থা খুলে প্রায় দশ হাজার কোটি টাকা বাজার থেকে তোলার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থেকে ওড়িশা পুলিশের হাতে ধরা পড়ল মা ও মেয়ে। Representative Image (AI)
advertisement
2/6
ওড়িশা পুলিশের ইওডব্লিউ রামনগর থানার হামিরপুর থেকে ইতিমধ্যে গ্রেফতার করে মা ও মেয়েকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে। এই অর্থলগ্নি সংস্থার সঙ্গে বাংলাদেশেরও যোগ রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। ধৃত মা ও মেয়ের নাম দীপিকা ভঞ্জ ও তন্দ্রা ভঞ্জ। তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। Representative Image (AI)
advertisement
3/6
প্রায় ১০০০০ কোটি টাকা বাজার থেকে তুলে হাওলার মাধ্যমে সেই সব টাকা চিন, দুবাইয়ের মতো জায়গায় পাচার করেছে তারা। জানা গিয়েছে, এই অর্থলগ্নি সংস্থার মূল মাস্টারমাইন্ড দীপিকা ভঞ্জের স্বামী তুষার ভঞ্জ। বেশ কয়েক বছর আগে কয়েকটি কম্পানি খুলেছিল তুষার। সেই সব কোম্পানির কয়েকটির ডিরেক্টর করেন তার স্ত্রী ও কন্যাকে। নিজেও ডিরেক্টর হন। বিভিন্ন জায়গায় কোম্পানির তরফ থেকে অফিস খোলা হয়। Representative Image (AI)
advertisement
4/6
সেই সমস্ত কোম্পানির প্রচার করা হতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ক্রমে ক্রমে কম্পানি আরও বিস্তার লাভ করতে শুরু করে। ওড়িশা, বিহার, অসম, ছত্রিশগড় সহ বিভিন্ন রাজ্য থেকে টাকা তুলতে শুরু করে তারা। তবে মাঝে ঘটে বিপত্তি। ওড়িশার ভুবনেশ্বরের এক বাসিন্দা ওই কম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন। তবে পরে টাকা ফেরত না পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে। পরে তিনি ওড়িশা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। Representative Image (AI)
advertisement
5/6
সেই ঘটনার তদন্তে গত বছর ওড়িশা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মূল মাস্টারমাইন্ড তুষার। এরপর থেকেই গা ঢাকা দিয়েছিল তার স্ত্রী ও কন্যা। পুলিশ হন্যে হয়ে খোঁজ চালাচ্ছিল তাদের। পুলিশ সূত্রে খবর, গত ৩-৪ বছরে পনেরো হাজারের বেশি মানুষের টাকা প্রতারণা করেছে। Representative Image (AI)
advertisement
6/6
যে টাকার পরিমান প্রায় দশ হাজার কোটি। পুলিশ তদন্ত নেমে জানতে পারে অভিযুক্ত মা ও মেয়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে গা ঢাকা দিয়েছে। এরপর মঙ্গলবার রামনগরে হানা দিয়ে ওড়িশার পুলিশ রামনগর- ২ ব্লকের হামিরপুর থেকে গ্রেফতার করে ওই দুজনকে। Representative Image (AI)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Chitfund: মা-মেয়ে মিলে দিত 'টোপ', বাজার থেকে তুলেছিল দশ হাজার কোটি টাকা! দিঘার কাছ থেকে ধরা পড়ল সেই মা-মেয়ে! ওই টাকা কোথায় গেছে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল