Howrah News: ঢেলে সাজানো হচ্ছে সাঁতরাগাছি স্টেশন বদল প্লাটফর্ম নাম্বার!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ঢেলে সাজানো হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশন, গুরুত্বপূর্ণ এই স্টেশনে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে, এবার আরও সুবিধা জনক পরিষেবা সাঁতরাগাছি স্টেশন, আমূল পরিবর্তন স্টেশনে, জানা যাচ্ছে একাধিক প্লাটফর্মের নম্বর বদল
advertisement
1/5

সাঁতরাগাছি স্টেশনে একাধিক প্ল্যাটফর্মে নাম্বার বদল! দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর এবং হাওড়া আমতা শাখার অন্যতম স্টেশন সাঁতরাগাছি।
advertisement
2/5
হাওড়ার পর জেলার গুরুত্বপূর্ণ স্টেশন গুলির মধ্যে অন্যতম সাঁতরাগাছি রেল স্টেশন। জাতীয় সড়ক লাগোয়া স্টেশন লোকাল ও দূরপাল্লা ট্রেন ধরতে প্রতিদিন অসংখ্য যাত্রীএই স্টেশনে নির্ভর। ঢেলে সাজানো হচ্ছে এই স্টেশন।
advertisement
3/5
হাওড়া স্টেশনের চাপ কমাতে শালিমার স্টেশনের পাশাপাশি সাঁতরাগাছি স্টেশন নতুন রূপে সেজে উঠছে। গত কয়েক বছরে ব্যস্ততম সাঁতরাগাছি স্টেশনে আমূল পরিবর্তন ঘটেছে। আরো বেশি যাত্রীদের সুযোগ সুবিধা থাকছে এই স্টেশনে।
advertisement
4/5
সাঁতরাগাছি স্টেশন নতুন ভাবে সেজে উঠেছে, বিশাল বড় স্টেশন হল। ফুট ওভারব্রিজ সহ বিভিন্ন দিক থেকে যাত্রী সুবিধার দিক গুরুত্ব রেখে সাজানো হয়েছে সাতরাগাছি স্টেশন। দারুণ পরিবর্তন সেশনে, এর মধ্যে অন্যতম হল প্ল্যাটফর্ম এর নাম্বার বল। এই বার্তা যাত্রীদের জানা অত্যন্ত প্রয়োজন।
advertisement
5/5
জানা যায়, সাঁতরাগাছি স্টেশনে মাঝেমধ্যে যাতায়াত করে, এর মধ্যে বদল হয়েছে প্লাটফর্মের নাম্বার। পুরনো ৪ নম্বর প্ল্যাটফর্ম পরিবর্তনহে ৬ নম্বর। ৫ নম্বর প্ল্যাটফর্ম হয়েছে ৭ নম্বর। ৬ নম্বর প্লাটফর্ম হয়ে গেছে ৮ নম্বর।