Cactus Farming: বাঁকুড়ায় বাজার মাতাচ্ছে রঙিন ক্যাকটাস! ঘর সাজানো থেকে উপহারে বাড়ছে জনপ্রিয়তা, বছরে আসছে মোটা রোজগার
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Cactus Farming: বাঁকুড়ার বিভিন্ন নার্সারিতে এখন ক্যাকটাসের চাষে জোয়ার। কম জল ও কম পরিচর্যায় টবে রাখা যায় বলে ক্যাকটাস ঘর সাজানো ও উপহারের জনপ্রিয় গাছ হয়ে উঠেছে।
advertisement
1/6

এবার কাঁটায় ফুল ফোটাচ্ছে বাঁকুড়ার। ক্যাকটাসে ক্যাকটাসে ভরে গেছে বাঁকুড়ার একাধিক নার্সারী । গাছ লাগাতে ভালবাসেন এরকম অনেকেই রয়েছেন। বাড়ির বাইরে বীজ পুতে গাছ লাগানো অথবা বাড়ির ভেতরে টবে ছোট্ট ছোট্ট চারা গাছ। সে যাই হোক, বর্তমানে গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন অনেকে। এই ঘর সাজানোর ছোট চারা গাছ গুলির মধ্যে অন্যতম হল ক্যাকটাস বা চরমভাবাপন্ন এলাকায় জন্ম নেওয়া কাঁটা জাতীয় উদ্ভিদ। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
একটি ক্যাকটাস কে পরিচর্যা করতে খুব কম পরিমাণ জল লাগে , তাই আজ কালকার ব্যস্ততার বাজারে ক্যাকটাস হয়ে উঠেছে একটি মোক্ষম ঘর সাজাবার জিনিস। বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত বাঁকুড়া শহর সংলগ্ন ছোট বড় নার্সারিতে তৈরি করা হচ্ছে একাধিক রকমারি ক্যাকটাস চারা। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
খুব স্বল্প মূল্য থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এই ক্যাকটাস। বাজারে চাহিদাও বিপুল। পরপর সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। প্রত্যেকের আকার আকৃতি দেখলে চক্ষু চরক গাছ। দেখে মনে হবে এ যেন অন্য গ্রহ থেকে আসা কোন উদ্ভিদ। এই ক্যাকটাস বাঁকুড়ার বাজারে বিক্রি করছে নার্সারি গুলি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
বর্তমানে ক্যাকটাস কিনে উপহার দেওয়া একটি ট্রেন্ড তৈরি হয়েছে। উপহার হিসেবে দেদার বিক্রি হচ্ছে ক্যাকটাস চারা। পরশমণির নার্সারিতে তৈরি হচ্ছে সেই উৎকৃষ্ট ক্যাকটাস চারাগুলি যার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের ক্যাকটাস হল সেকুলান। ছবিটা তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
শুধুমাত্র ফলমূল বা শাকসবজিই নয়। রুক্ষ সুক্ষ আবহাওয়ার কাটাযুক্ত ক্যাকটাস দিয়েও আসতে পারে সফলতা। ক্যাকটাস ছাড়া তৈরি করে এবং সেটির পরিচর্যা করলেই সেটি রূপান্তরিত হবে একটি ঘর সাজানোর দ্রব্যতে। মূল্য শুরু ৫০ টাকা থেকে, পাওয়া যায় ১০০০ টাকার ক্যাকটাস। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
সবুজ প্রেমী সুলগ্না চ্যাটার্জি বলেন,"যাদের হাতে সময় আছে তারা সাধারণ গাছ কিনে পরিচর্যা করতে পারেন, কিন্তু যারা কর্মজীবনে যুক্ত তাদের জন্য ক্যাকটাস সবচেয়ে ভাল। পরিচর্যা খুব কম করতে হয়। দামও বেশ সুলভ। দেখতেও ভাল লাগে।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cactus Farming: বাঁকুড়ায় বাজার মাতাচ্ছে রঙিন ক্যাকটাস! ঘর সাজানো থেকে উপহারে বাড়ছে জনপ্রিয়তা, বছরে আসছে মোটা রোজগার