এবার এক বাসেই মুন্সিরহাট থেকে সল্টলেক! রুট জানুন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
নতুন চালু হওয়া বাসের লম্বা রুট। ফলে হাওড়া-আমতা রোডের মুন্সিরহাট, বড়গাছিয়া, ডোমজুড়, সলোপের বহু মানুষ এই পরিষেবার সুযোগ নিতে পারবেন। তাই প্রথম থেকেই যাত্রীর ব্যাপক চাপ থাকবে বলে মনে করা হচ্ছে। মুন্সিরহাট-সাপুরজি রুটে মোট ১৪টি বাস চলাচল করবে
advertisement
1/5

আর ৩-৪টি যান বদল নয়, এবার এক বাসেই সল্টলেক! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া'র জগৎবল্লভপুরের মুন্সিরহাট থেকে সল্টলেকের সাপুরজি পর্যন্ত নতুন বাস পরিষেবার উদ্বোধন হল। এই রুটে বাস চালানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন স্থানীয়রা। আপাতত প্রতি আধ ঘণ্টা অন্তর বাস পাওয়া যাবে। ফলে অনেক কম সময়ে এবং কম খরচে কলকাতায় পৌঁছতে পারবে এখানকার বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী থেকে অফিস যাত্রী, প্রত্যেকেই এর ফলে লাভবান হতে চলেছেন।
advertisement
2/5
advertisement
3/5
advertisement
4/5
advertisement
5/5