Bus Accident: ডোমকলে হাহাকার, 'ওভারটেক' করতে গিয়ে বিপত্তি, খালে উলটে পড়ে দুমড়ে-মুচড়ে গেল যাত্রী-বোঝাই বাস
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি, খালে উলটে পড়ল বাস
advertisement
1/7

নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস উল্টে পড়ল নয়ানজুলিতে। আহত ২০জন যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার কলাবাড়িয়া এলাকায়।
advertisement
2/7
ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি। রাস্তার ধারের খালে উল্টে পড়ল যাত্রীবাহি বাস। আহত কমপক্ষে ২০ জন যাত্রী। তাদের মধ্যে দুই শিশু গুরুতর আহত।
advertisement
3/7
নীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ডোমকলের দিক থেকে একটি যাত্রীবাহী বাস বহরমপুরের দিকে যাচ্ছিল। একটি ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে নয়ানজুলিতে। ঘটনায় আহত ২০জন বাসযাত্রী।
advertisement
4/7
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদার-সহ তাঁর টিম ও দমকল কর্মীরা। দমকল ও ডোমকল থানার পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
advertisement
5/7
দমকল কর্মীরা নয়ানজুলিতে নেমে খুঁজে দেখেন আহত কেউ সেখানে পড়ে আছেন কী না। পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর স্থানীয় পুলিশ প্রশাসন।
advertisement
6/7
স্থানীয়রা দমকল আসার আগেই অন্তত ২০ জনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানান্তর করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
advertisement
7/7
স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা বর্তমানে স্থিতিশীল। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে ডোমকল থানার পুলিশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bus Accident: ডোমকলে হাহাকার, 'ওভারটেক' করতে গিয়ে বিপত্তি, খালে উলটে পড়ে দুমড়ে-মুচড়ে গেল যাত্রী-বোঝাই বাস