Good News: 'ভোলা'র চিকিৎসায় রাস্তাতেই ত্রিপল খাটিয়ে তৈরি অপারেশন থিয়েটার! চিন্তায় গোটা গ্রাম
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
চিকিৎসকদের পাশে ছিলেন শতাধিক গ্রামবাসী, যাঁরা চাঁদার টাকা তুলে কলকাতা থেকে আনেন অস্ত্রোপচারের সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধপত্র। উল্লেখযোগ্যভাবে, চিকিৎসকরা এই অস্ত্রোপচারের জন্য কোনও পারিশ্রমিক নেননি
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ধর্মের প্রতীক কারও কাছে, কারও কাছে আবার শিবঠাকুরের বাহন। তবুও সবার যেন আজ অবলা জীব ভোলার জন্য চিন্তা। চার বছরের, প্রায় ৪০০ কেজি ওজনের ষাঁড় ভোলা
advertisement
2/6
দিন কয়েক আগেই গোবরডাঙা ঠাকুরনগর বাইপাস রোডে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সে। এরপর থেকেই রাস্তার ধারে কাতরাতে থাকে সে। ভোলার সেই ব্যথার আওয়াজ শুনে ছুটে আসেন আশপাশের কয়েকশো গ্রামবাসী সহ পঞ্চায়েত প্রধান
advertisement
3/6
আহত ভোলার চিকিৎসার জন্য তড়িঘড়ি ত্রিপল টাঙিয়ে খোলা মাঠেই তৈরি করা হয় অস্থায়ী অপারেশন থিয়েটার। এরপর প্রাণী চিকিৎসক ও অর্থোপেডিক সার্জেন্ট ডা. জ্যোতির্ময় চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের চিকিৎসকদল এনাস্থেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার করেন ভোলার
advertisement
4/6
ডাক্তারদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনায় ভোলার হাঁটুর নিচের হাড় গুঁড়ো হয়ে যায়। তবুও কয়েক ঘণ্টার কঠিন প্রচেষ্টার পর সফল হয় অস্ত্রোপচার
advertisement
5/6
চিকিৎসকদের পাশে ছিলেন শতাধিক গ্রামবাসী, যাঁরা চাঁদার টাকা তুলে কলকাতা থেকে আনেন অস্ত্রোপচারের সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধপত্র। উল্লেখযোগ্যভাবে, চিকিৎসকরা এই অস্ত্রোপচারের জন্য কোনও পারিশ্রমিক নেননি
advertisement
6/6
বর্তমানে অনেকটাই সুস্থ ভোলা। তাকে সারিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন গ্রামবাসীরাই। অবলা প্রাণীর প্রতি মানুষের এই সহমর্মিতা সমাজে এক বিরল নজির গড়ল বলেই মনে করছেন অনেকে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Good News: 'ভোলা'র চিকিৎসায় রাস্তাতেই ত্রিপল খাটিয়ে তৈরি অপারেশন থিয়েটার! চিন্তায় গোটা গ্রাম