Budget Tour in Bengal: মাত্র ৩০ টাকা খরচে বেড়ানোর ঠিকানা হোক এই দ্বীপ, কপালে থাকলে বাঘেরও দেখা পাবেন!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Budget Tour in Bengal: পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? খুব কম খরচে কলকাতার মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে ঘুরে আসতে পারেন এই দ্বীপে।
advertisement
1/8

পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? খুব কম খরচে কলকাতার মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে আপনি ঘুরে আসতে পারেন সুন্দরবনের অত্যন্ত সুপরিচিতি পিয়ালি দ্বীপ।
advertisement
2/8
এখানে সুন্দরবনের মনোরম পরিবেশ তার সঙ্গে অপরূপ সৌন্দর্য সুন্দরবনের ফুটে উঠবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে রয়েল বেঙ্গল দর্শন ও পেয়ে যেতে পারেন।
advertisement
3/8
বেশ কয়েকদিন আগে একটি পর্যটকদের একদল লঞ্চ মাতলা ধরে পিয়ালির দিকে যাচ্ছিল। সে সময় পিকনিক স্পট লাগোয়া এলাকা থেকে বাঘের দেখা মেলে তাতে অত্যন্ত খুশি হয়ে যায় এই পর্যটকের দলগুলি।
advertisement
4/8
কীভাবে আসবেন এই পিয়ালী দ্বীপে? তা জেনে নিন...
advertisement
5/8
আপনি শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর বা নামখানা লোকালে উঠে দক্ষিণ বারাসত বা গোচরণ স্টেশনের নেমে যে কোনও অটো বা ট্রেকার করে আপনি পৌঁছে যেতে পারেন কেল্লা আর সেখান থেকেই মাত্র কয়েক কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন এই পিয়ালী দ্বীপে।
advertisement
6/8
খরচ একদম নামমাত্র। শিয়ালদা থেকে দক্ষিণ বারাসত বা গোচরণ স্টেশনে ভাড়া মাত্র ১০ টাকা। তারপর অটো বা ট্র্রেকারে গেলে কুড়ি টাকার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। আর তাই সর্ব মূল্যে ৩০ টাকায় আপনি কলকাতা থেকে এই পিয়ালী দ্বীপে চলে আসতে পারবেন।
advertisement
7/8
আর আপনি এখানে ঘুরতে আসলে থাকা-খাওয়া সব রকমের ব্যবস্থা আছে। আপনি চাইলে এখান থেকেই বোট মালিকদের সঙ্গে কথা বলে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরে আসতে পারবেন বোটে করে।
advertisement
8/8
তাই দেরি না করে পুজোর ছুটিতে চলে আসুন সুন্দরবনের এই পিয়ালী দ্বীপে। (রিপোর্টার-- সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Budget Tour in Bengal: মাত্র ৩০ টাকা খরচে বেড়ানোর ঠিকানা হোক এই দ্বীপ, কপালে থাকলে বাঘেরও দেখা পাবেন!