বাগমারা জঙ্গলে টহলদারী চালাচ্ছিল BSF, আচমকা চোখে পড়ল জলের মাঝে 'ওটা কী...?' মুহূর্তে যা ঘটল, রুদ্ধশ্বাস লড়াই শেষে আটক ২০ বাংলাদেশি
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
BSF: অন্যান্য দিনের মতোই ১২ সেপ্টেম্বর সুন্দরবনের গোসাবা রেঞ্জের বাগমারা জঙ্গল এলাকায় টহলদারী চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁরা দেখতে পায়, ভারতীয় জল সীমানার মধ্যে একটি ট্রলার ঘাঁটি গেড়ে রয়েছে। ট্রলারের কাছে যাওয়ার চেষ্টা করে বিএসএফ।
advertisement
1/5

সুন্দরবন সংলগ্ন নদীতে ধাওয়া করে ২০ জন বাংলাদেশিকে আটক করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি একটি ট্রলারও বাজেয়াপ্ত করেছে বিএসএফ। ধৃতদেরকে রবিবার সুন্দরবন কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। ধৃত বাংলাদেশিদের সোমবার আলিপুর আদালতে তোলা হবে।
advertisement
2/5
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই ১২ সেপ্টেম্বর সুন্দরবনের গোসাবা রেঞ্জের বাগমারা জঙ্গল এলাকায় টহলদারী চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁরা দেখতে পায়, ভারতীয় জল সীমানার মধ্যে একটি ট্রলার ঘাঁটি গেড়ে রয়েছে। ট্রলারের কাছে যাওয়ার চেষ্টা করে বিএসএফ।
advertisement
3/5
এদিকে বিএসএফকে দেখে ট্রলারটি পালাতে থাকে। বিএসএফ দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর ধরে ফেলে ট্রলারটিকে। ট্রলারে থাকা ২০ জন মৎস্যজীবিকে জিঞ্জাসাবাদ শুরু করে বিএসএফ।
advertisement
4/5
ধৃতদের বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার ভোলা সদরের পুরালিয়া গ্রামে। ধৃতরা বাংলাদেশি মৎস্যজীবী হিসেবে নিজেদের বৈধ বলে দাবি করলেও বৈধ কোনও নথি তারা দেখাতে পারেনি। এমনকি অবৈধ ভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করে তারা।
advertisement
5/5
বিএসএফ ট্রলারটি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ট্রলারে থাকা ২০ জন বাংলাদেশিকে আটক করেছে BSF। ধৃত বাংলাদেশিদে কে রবিবার সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে হস্তান্তর করেছে বিএসএফ। কী কারণে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল ধৃতরা, সে বিষয়ে নিজেদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে সুন্দরবনর কোস্টাল থানার পুলিশ।সুমন সাহা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাগমারা জঙ্গলে টহলদারী চালাচ্ছিল BSF, আচমকা চোখে পড়ল জলের মাঝে 'ওটা কী...?' মুহূর্তে যা ঘটল, রুদ্ধশ্বাস লড়াই শেষে আটক ২০ বাংলাদেশি