TRENDING:

বিয়ের পর ফুলে সাজানো গাড়ি নয়...! নববধূকে নিয়ে কিসে ফিরলেন বর? দেখলে চমকাবেন

Last Updated:
বোলপুরের আলবাঁধা-সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাখি দাস ও গোবিন্দাবালা গ্রামের মঙ্গল ভাণ্ডারী বিবাহবন্ধনে আবদ্ধ হন৷ দুজনের বাড়ির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। তবে শহর সংলগ্ন গ্রাম আর গ্রাম নেই৷ ফিরেছে শহুরে সংস্কৃতি।
advertisement
1/6
বিয়ের পর ফুলে সাজানো গাড়ি নয়...! নববধূকে নিয়ে কিসে ফিরলেন বর? দেখলে চমকাবেন
ফুল দিয়ে সাজানো গাড়ি নয়, ঐতিহ্য ধরে রাখতে গোরুর গাড়ি চড়ে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন বর৷ যা দেখতে উদগ্রীব ছিলেন সকলেই। গ্রামবাংলার সেই পুরাতন প্রথা ধরে রাখতেই এমনই সিদ্ধান্ত নেন নবদম্পতি।
advertisement
2/6
বিয়ের পর ফুলে সাজানো গাড়ি নয়...! নববধূকে নিয়ে কিসে ফিরলেন বর? দেখলে চমকাবেন
বোলপুরের আলবাঁধা-সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাখি দাস ও গোবিন্দাবালা গ্রামের মঙ্গল ভাণ্ডারী বিবাহবন্ধনে আবদ্ধ হন৷ দুজনের বাড়ির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। তবে শহর সংলগ্ন গ্রাম আর গ্রাম নেই৷ ফিরেছে শহুরে সংস্কৃতি।
advertisement
3/6
গোরুর গাড়ি, লাঙলের বদলে আজকাল ব্যবহার হয় ট্রাক্টর, ধান কাটা, ধান ঝড়ানোর আধুনিক সব মেশিন। বিয়ে বাড়ি মানেই বরযাত্রী হোক, কিংবা কন্যা যাত্রী। সবতেই ফুল দিয়ে সাজানো চারচাকা গাড়িতেই যাতায়াত দেখে অভ্যস্ত সকলে।
advertisement
4/6
কিন্তু, গ্রামবাংলার প্রাচীন রীতি রেওয়াজ ধরে রাখতে নববধূকে নিয়ে গোরুর গাড়ি করেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বর৷ বরের সিদ্ধান্তে আপ্লুত নববধূ৷ নবদম্পতি জানান, তাদের বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার বিয়েতে গোরুর গাড়িই ব্যবহার হয়েছিল৷
advertisement
5/6
তাই তারাও গোরু গাড়ি চড়েই যাওয়ার সিদ্ধান্ত নেন৷ সেই মত সুসজ্জিত গোরু গাড়ি চড়ে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন মঙ্গল। যা দেখতে উদগ্রীব ছিলেন সকলেই। সকলেই বিষয়টি উপভোগ করেছিলেন৷
advertisement
6/6
বর মঙ্গল ভাণ্ডারী বলেন, "আমার অনেক দিনের ইচ্ছে ছিল সুসজ্জিত গাড়ি নয়, গোরুর গাড়ি করে বউ নিয়ে বাড়ি ফিরবো৷ সেই মত আমি জানাই, আমার বউও রাজি হয়ে যায়৷ আমরা চাই গ্রাম বাংলা সেই রীতি বজায় থাকুক৷" নববধূ রাখি দাস বলেন, "আমার কাছে এক নতুন পাওনা৷ আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি৷ সেগুলো হারিয়ে যেতে দিলে চলবে না৷ আজকাল আর গোরুর গাড়ি চলেই না৷ গোরুর গাড়ি করে শ্বশুর বাড়ি যাওয়া আমার কাছে পাওনা।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বিয়ের পর ফুলে সাজানো গাড়ি নয়...! নববধূকে নিয়ে কিসে ফিরলেন বর? দেখলে চমকাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল