মোবাইল আসক্তির চাকা ঘুরিয়ে দিতে এবার 'বইমন' মেলা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
স্কুল চত্বরে একটি বুক কর্নার তৈরি করা হয়েছে। লক্ষ্য, লাইব্রেরির বাইরে পড়ুয়াদের আরও বেশি বই পড়ার প্রতি যেন আগ্রহ তৈরি হয়। শুধু ওই স্কুলের পড়ুয়ারা নয়, পার্শ্ববর্তী স্কুলের ছাত্র-ছাত্রীরাও এই মেলায় যোগ দেয়
advertisement
1/5

advertisement
2/5
ডিজিটাল দুনিয়ায় মোবাইল ও অনলাইন গেমের প্রতি পড়ুয়াদের ক্রমবর্ধমান আসক্তি রুখতেই এই মেলার আয়োজন করা হয়।
advertisement
3/5
স্কুল চত্বরে একটি বুক কর্নার তৈরি করা হয়েছে। লক্ষ্য, লাইব্রেরির বাইরে পড়ুয়াদের আরও বেশি বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। শুধু ওই স্কুলের পড়ুয়ারা নয়, পার্শ্ববর্তী স্কুলের ছাত্র-ছাত্রীরাও এই মেলায় যোগ দেয়।
advertisement
4/5
অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা রুমা সাহা । উপস্থিত ছিলেন এডু চেঞ্জ-এর সদস্য নুপুর গুপ্তা ও ঝুমা সাহা। কন্যাশ্রীর নোডাল শিক্ষিকা শিলা ভট্টাচার্য বলেন, দিন দিন পড়ুয়ারা অ্যান্ড্রয়েড মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই নেশা থেকে তাদের সরাতেই হবে। নইলে আগামী দিনে বিপদ ঘনিয়ে আসবে। বই পড়ার অভ্যাস যে করেই হোক বাড়াতেই হবে।
advertisement
5/5
শিক্ষক-শিক্ষিকাদের মতে, এই বইমন মেলার মাধ্যমে বইয়ের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়বে এবং পড়াশোনার পাশাপাশি চরিত্র ও মানস গঠনে এর বড় ভূমিকা থাকবে।