TRENDING:

স্বাধীনতা দিবসে সম্প্রীতির ছবি! ভারত–বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে নৌকা বাইচে উৎসবের আমেজ

Last Updated:
এদিনের আয়োজনে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষ আনন্দের ভাগীদার হন। দর্শকদের অনেকেই জানান, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদন নয়, পাশাপাশি মিলনমেলার আবহও তৈরি করে। তারা চান প্রতিবছর যেন এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আয়োজন করা হয়।
advertisement
1/6
ভারত–বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে নৌকা বাইচে উৎসবের আমেজ
স্বরূপনগর, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী সোনাই নদীতে আয়োজিত হলো এক বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতা। বহুদিন পর এমন আয়োজন ঘিরে দু’দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে দেখা গেল উৎসবের আবহ।
advertisement
2/6
সীমান্তের দু’পাড়ে সকাল থেকেই জমতে শুরু করে হাজারো মানুষের ভিড়। নৌকা বাইচের খবর ছড়িয়ে পড়তেই প্রত্যন্ত গ্রাম থেকেও নারী–পুরুষ, শিশু–বৃদ্ধ সকলে উপস্থিত হন সোনাই নদীর তীরে। নদীর বুকে প্রতিযোগিতা শুরু হতেই দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয় চারদিক। ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা
advertisement
3/6
নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বয়ারঘাটা বাজার কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এদিন মোট ৮টি দল অংশ নেয় নৌকা বাইচে। নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে বৈঠার ঝাপটায় এগিয়ে চলা নৌকার দৌড় মন্ত্রমুগ্ধ করে সকলকেই। ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা
advertisement
4/6
উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজয়ী দলকে নগদ অর্থ এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী অন্যান্য দলকেও উৎসাহ প্রদর্শনের জন্য স্মারক দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা নদীকূল।
advertisement
5/6
এদিনের আয়োজনে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষ আনন্দের ভাগীদার হন। দর্শকদের অনেকেই জানান, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদন নয়, পাশাপাশি মিলনমেলার আবহও তৈরি করে। তারা চান প্রতিবছর যেন এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আয়োজন করা হয়।
advertisement
6/6
একসময় এই নৌকা বাইচ দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলেছিল। বহুদিন বাদে আবারও সেই পুরনো দৃশ্য ধরা দিল সোনাই নদীর বুকে। আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির মেলবন্ধনে সীমান্তে তৈরি হলো অনন্য এক ছবি। ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
স্বাধীনতা দিবসে সম্প্রীতির ছবি! ভারত–বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে নৌকা বাইচে উৎসবের আমেজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল