TRENDING:

Digha-Suvendu Adhikari: সাতসকালে দিঘায় হাজির শুভেন্দু অধিকারী, সমুদ্রের সৈকতে বৃষ্টির মধ্যেই যে কাণ্ড ঘটলেন, সবাই অবাক...

Last Updated:
Suvendu Adhikari: দশম আন্তর্জাতিক যোগ দিবস যোগ ব্যায়ামের মাধ্যমে উদযাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকার। দিঘার খোলা প্রকৃতিতে যোগ ব্যায়াম সারেন তিনি। 
advertisement
1/6
সকালে দিঘায় হাজির শুভেন্দু অধিকারী, সমুদ্র সৈকতে বৃষ্টির মধ্যেই যে কাণ্ড ঘটল...
*দশম আন্তর্জাতিক যোগ দিবস যোগ ব্যায়ামের মাধ্যমে উদযাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। দিঘার খোলা প্রকৃতিতে যোগ ব্যায়াম সারেন তিনি।
advertisement
2/6
*যোগ ব্যায়াম বা যোগাসন ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতির অঙ্গ, যা বর্তমানেও লালিত পালিত হচ্ছে। যোগাসন বা যোগ ব্যায়ামের মাধ্যমে দেহ-মন সুস্থ রাখা যায়। ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে যোগ ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার লোককে ২০১৪ সালে ২১ জুন প্রথম যোগ দিবস পালন করা হয়।
advertisement
3/6
*২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই ভারতবাসীর মধ্যে যোগাসনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নেন। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ ২১ জুন তারিখটি বিশ্ব যোগা দিবস হিসাবে ঘোষণা করেন।
advertisement
4/6
*২০১৫ সালের ২১ জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পৃথিবীর ২০০ দেশে। ২০২৪ সালে যোগ দিবস এবার দশম বছরে পড়েছে। এ বারের যোগ দিবসের থিম হল 'নিজের এবং সমাজের জন্য যোগ অভ্যাস গড়ে তোলা।'
advertisement
5/6
*দেশের প্রধানমন্ত্রী-সহ চলচ্চিত্র তারকা, খেলোয়াড়-সহ বিভিন্ন পেশার মানুষ এদিন যোগ দিবস পালন করে। রাজ্যজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে যোগ দিবস পালন চলছে। ২১ জুন শুক্রবার সকালে দিঘায় যোগ দিবস পালন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
6/6
*রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সেলের উদ্যোগে দিঘায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। আর সেখানেই উপস্থিত থেকে নানা ধরনের যোগাসনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha-Suvendu Adhikari: সাতসকালে দিঘায় হাজির শুভেন্দু অধিকারী, সমুদ্রের সৈকতে বৃষ্টির মধ্যেই যে কাণ্ড ঘটলেন, সবাই অবাক...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল