ডেঙ্গি দমনে 'অল আউট অভিযান'! মশার নামগন্ধ থাকবে না! বিষ্ণুপুর পৌরসভার বিশেষ উদ্যোগ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
শহরকে ডেঙ্গি মুক্ত করতে বিষ্ণুপুর পৌরসভার বিশেষ উদ্যোগ
advertisement
1/6

<strong>বিষ্ণুপুর, অনিকেত বাউরীঃ</strong> বর্ষা আসতেই বাড়ছে ডেঙ্গির দাপট। এবার শহরবাসীকে ডেঙ্গি মশার হাত থেকে রক্ষা করতে বিষ্ণুপুর পৌরসভার জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিশেষ উদ্যোগ।
advertisement
2/6
শুক্রবার বিষ্ণুপুর পৌর শহরের প্রায় দেড়শ ডোবা বা বদ্ধ জলাশয়ে ২৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হল। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
3/6
জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক তুহিন শুভ্র কুন্ডু জানান, প্রথম দফায় ২৫ হাজার ও দ্বিতীয় দফায় আরও ২৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
4/6
এদিন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার উপ পুরপ্রধান মহাবীর আগরওয়াল। তিনি জানান, এই গাপ্পি মাছ ডেঙ্গি রোগের ভাইরাস বহনকারী ইজিপ্ট মশার লার্ভা খেয়ে নেয়। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
5/6
বিষ্ণুপুরের পোড়ামাটি হাটের কাছে একটি জায়গায় এভাবেই জল জমে আছে। সেখানে মশারা বংশবিস্তার করছে। পাশ দিয়ে যাচ্ছেন স্কুল পড়ুয়া সহ পর্যটকরা। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
6/6
বিষ্ণুপুর পৌরসভার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক জানান, শহরের প্রত্যেকটি বদ্ধ জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া হবে। প্রথম দফায় ২৫ হাজার, দ্বিতীয় দফায় আরও ২৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক তুহিন শুভ্র কুন্ডু। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গি দমনে 'অল আউট অভিযান'! মশার নামগন্ধ থাকবে না! বিষ্ণুপুর পৌরসভার বিশেষ উদ্যোগ