প্লেটে পড়ল ঠান্ডা-বাসি মাটন বিরিয়ানি...! পরমুহূর্তেই যা ঘটল রেস্তোরাঁয়! সোদপুরের দোকানে নিমেষে একী কাণ্ড?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Biryani: পুজোর মধ্যেই ঠান্ডা ও বাসি মাটন বিরিয়ানি পরিবেশন ঘিরে জল-গড়ালো থানাতে! সোদপুরের দোকানে খাবার ঠান্ডা বলে আপত্তি জানানোয় রেস্টুরেন্টে ঘটে গালাগালি ও হাতাহাতির ঘটনা। যা মুহূর্তে চরমে পৌঁছয়।
advertisement
1/7

পুজোর মধ্যেই ঠান্ডা ও বাসি মাটন বিরিয়ানি পরিবেশন ঘিরে জল-গড়ালো থানাতে! সোদপুরের দোকানে খাবার ঠান্ডা বলে আপত্তি জানানোয় রেস্টুরেন্টে ঘটে গালাগালি ও হাতাহাতির ঘটনা। যা মুহূর্তে চরমে পৌঁছয়।
advertisement
2/7
ঘটনার জেরে এরপর একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে দুই পক্ষ। জানা গিয়েছে, সোদপুরের এইচবি টাউন তিন নম্বর রোডে, রামকৃষ্ণ আশ্রম রোডের সারদাপল্লির বাসিন্দা সঞ্জীব পাল পুজোয় সপরিবারে ঠাকুর দেখতে বেরিয়ে ওই রেস্টুরেন্টে খেতে যান।
advertisement
3/7
তাঁদের অভিযোগ, পরিবেশন করা মাটন বিরিয়ানি ঠান্ডা ও বাসি ছিল। এ নিয়ে আপত্তি জানাতেই দোকানের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।
advertisement
4/7
খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হয় মেঝেতে, শুরু হয় ধাক্কাধাক্কি ও অকথ্য ভাষায় গালাগালি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর ক্রেতা সঞ্জীববাবু ও তাঁর পরিবার খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
5/7
সঞ্জীববাবুর স্ত্রী পুলিশের কাছে জানিয়েছেন, ঠান্ডা ও বাসি বিরিয়ানি দেখে আমরা অসন্তুষ্ট হই। টাকা মিটিয়ে চলে আসার চেষ্টা করছিলাম, তখন দোকান মালিকের ছেলে এসে গালিগালাজ ও মারধর করে ও ১৫ হাজার টাকা চায়।
advertisement
6/7
অন্যদিকে, রেস্টুরেন্ট মালিক চঞ্চল দত্ত পাল্টা অভিযোগ করে বলেন, ওঁরাই প্রথম গালিগালাজ ও হাতাহাতি শুরু করেন। প্রচুর খাবার নষ্ট করেছেন, আমাদের রেস্টুরেন্টের নাম খারাপ করেছেন।
advertisement
7/7
বিরিয়ানি নিয়ে পুজোর উৎসবের মধ্যে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে রেস্তোরা চত্বর। বিরিয়ানি নিয়ে তুলকালামের এই ঘটনা নিয়ে খড়দহ থানার পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্লেটে পড়ল ঠান্ডা-বাসি মাটন বিরিয়ানি...! পরমুহূর্তেই যা ঘটল রেস্তোরাঁয়! সোদপুরের দোকানে নিমেষে একী কাণ্ড?