Bird Flu and Chicken Poultry Farm: থাবা ছড়াচ্ছে বার্ড ফ্লু আতঙ্ক, নিজেদের মুরগি ফার্মকে বাঁচাতে পদক্ষেপ নিচ্ছেন পোলট্রি মালিকরা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Bird Flu and Chicken Poultry Farm: বার্ড ফ্লুর আতঙ্কে ঘুম উড়েছে পোল্ট্রি ফার্মের মালিকদের, সমস্যা প্রতিহত করতে বদ্ধপরিকর তারা ।
advertisement
1/5

:বর্তমানে বেশ চর্চায় বার্ড ফ্লু। মূলত পক্ষী জাতীয় প্রাণীদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়। বিভিন্ন ক্ষেত্রে হাঁস, মুরগি বিভিন্ন পাখির মহামারী রূপ নেয়। শুধু তাই নয় এই ভাইরাস জাতীয় রোগ ছড়িয়ে পড়ে মানবদেহেও। বর্তমানে পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু এর প্রাদুর্ভাব দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন প্রান্তিক এলাকায় মুরগি প্রতিপালনকারী চাষিরা। যারা সামান্য পুঁজিতে মুরগি পালন করে দিনানিপাত করেন, তারা সমস্যায় পড়ছেন। এই বার্ড ফ্লু এর আতঙ্কে আতঙ্কিত তারা।
advertisement
2/5
প্রতিবছর গরমের সময় কম বেশি বার্ড ফ্লু রোগ পরিলক্ষিত হয়। মূলত পক্ষী জাতীয় প্রাণীদের শ্বাসযন্ত্রের রোগ এটি। যা মানবদেহেও ছড়িয়ে পড়ে। বার্ড ফ্লু রোগ হলে পোল্ট্রি, মুরগি এমনকি পক্ষী জাতীয় প্রাণীর মৃত্যুর হার বৃদ্ধি পায়। শুধু তাই নয় মহামারীর আকার ধারণ করে এই ভাইরাস। ফাঁকা হয়ে যায় এক একটি পোল্ট্রি ফার্ম।
advertisement
3/5
স্বাভাবিকভাবে এই গরমের মরশুমে আতঙ্ক বাড়ছে পোল্ট্রি ফার্ম মালিকদের। যদিও বেশ কিছু জায়গায় ব্যক্তিগতভাবে নানান সতর্কতা অবলম্বন করছেন তারা।
advertisement
4/5
প্রসঙ্গত এই রোগ ক্রমশ এক থেকে একাধিক পোল্ট্রি মুরগি এমনকি পক্ষী জাতীয় প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে সরকারিগতভাবে কিংবা কোনও প্রাতিষ্ঠানিক ক্ষেত্র থেকে সাবধানতা এবং প্রতিহত করার উপায় বা সচেতনতার বিষয় নিয়ে বিশেষ ক্যাম্প করার প্রয়োজনীয়তা মনে করছেন তারা। বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত তারাও।
advertisement
5/5
প্রসঙ্গত, বার্ড ফ্লু হলে পরপর পোল্ট্রি মুরগির মৃত্যুর কারণে ক্ষতি হয় প্রতিপালনে। আর্থিক লোকশানের মুখে পড়তে হয় তাদের। স্বাভাবিকভাবে বেশ চিন্তায় রয়েছে পোল্ট্রি ফার্ম মালিকেরা। সরকারি হস্তক্ষেপ এবং সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bird Flu and Chicken Poultry Farm: থাবা ছড়াচ্ছে বার্ড ফ্লু আতঙ্ক, নিজেদের মুরগি ফার্মকে বাঁচাতে পদক্ষেপ নিচ্ছেন পোলট্রি মালিকরা