TRENDING:

Bird Flu: বার্ড ফ্লু আতঙ্কে কাঁপছে বাংলা! হু হু করে কমছে মুরগির দাম, রাজ্যর জন্য কতটা ভয়ের?

Last Updated:
Bird flu: অন্ধ্র্রপ্রদেশে ছড়িয়েছে ব্লার্ড ফ্লু আতঙ্ক। ফলে ভিন রাজ্য থেকে ডিম ও মুরগি আমদানির ক্ষেত্রে রাশ টেনেছে রাজ্য সরকার। যার প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই।
advertisement
1/5
বার্ড ফ্লু আতঙ্কে কাঁপছে বাংলা! হু হু করে কমছে মুরগির দাম, রাজ্যর জন্য কতটা ভয়ের?
অন্ধ্র্রপ্রদেশে ছড়িয়েছে ব্লার্ড ফ্লু আতঙ্ক। ফলে ভিন রাজ্য থেকে ডিম ও মুরগি আমদানির ক্ষেত্রে রাশ টেনেছে রাজ্য সরকার। যার প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই।
advertisement
2/5
জেলার বাজার গুলিতেও অনেকাংশে চাহিদা কমতে শুরু করেছে মুরগির মাংস ও ডিমের। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ভোজনরসিক মানুষদের জন্য যেন আশার আলো শোনালেন পশ্চিমবঙ্গ পোল্টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সম্পাদক রতন পোদ্দার।
advertisement
3/5
তিনি জানান, রাজ্যে বার্ড ফ্লু কোন খবর নেই, ফলে আতঙ্কিত হওয়ারও কোনও বিষয় নেই রাজ্যবাসীদের। এদিন বারাসাতে দাঁড়িয়ে রতন জানান, অন্ধপ্রদেশের চারটি জায়গায় বার্ড ফ্লুর আতঙ্ক তৈরি হলেও, এ রাজ্যে তার কোন প্রভাব পড়েনি।
advertisement
4/5
প্রতিবেশী ওড়িশা, অসম, বিহার, ছত্রিশগড়েও কোন প্রভাবের খবর নেই। তবে মরশুম বদলের সময় হওয়ায় মানুষের মতো পাখিদেরও শারীরিক অসুস্থতা দেখা যায়। যা অনেক সময় বার্ড ফ্লু বলে চালানো হয়।
advertisement
5/5
তবে সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে সচেতনতা প্রচার চালানো হলেও, ৬৫ ডিগ্রি তাপমাত্রার উপরে সেদ্ধ করে মাংস খাওয়া হলে সেক্ষেত্রে ক্ষতিকারক জীবাণু থাকে না। ফলে এ ধরনের মাংস সেদ্ধ করে খাবার পরামর্শ দেন তিনি। মুরগির মাংসের ক্ষেত্রে অযথা রাজ্যবাসিকে আতঙ্কিত না হওয়ার পরামর্শই দেওয়া হয় ব্যবসায়িক সংগঠনের তরফে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bird Flu: বার্ড ফ্লু আতঙ্কে কাঁপছে বাংলা! হু হু করে কমছে মুরগির দাম, রাজ্যর জন্য কতটা ভয়ের?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল