Tilpara Barrage: বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে মেগা আপডেট, বড় নির্দেশ বীরভূম জেলা প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চাকরি নিয়োগের পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
1/6

<strong>সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই</strong>: বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চাকরি নিয়োগের পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/6

৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বাস চলাচল করতে পারবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।
advertisement
3/6
আজ, রবিবার, স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও সাধারণ মানুষের স্বস্তির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
advertisement
4/6
আগে যেখানে শুধুমাত্র বাইক, ই-রিক্সা ও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি ছিল, এখন বাস চলাচলেরও ছাড়পত্র দেওয়া হয়েছে।
advertisement
5/6
জানা গেছে, তিলপাড়া ব্যারেজের আংশিক সংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে পুনরায় বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। পুজোর সময় বাস চলাচল অব্যাহত থাকবে কী না, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রশাসনের নির্দেশিকাটি আরও বাড়ানো হতে পারে বলে মনে করছেন অনেকেই।
advertisement
6/6
উল্লেখ্য, কিছুদিন আগেই তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডারে ফাটল ধরা পড়ায় দুর্ঘটনা এড়াতে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করেছিল জেলা প্রশাসন। তিলপাড়া ব্যারেজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হওয়ায় এই সিদ্ধান্তে সাধারণ মানুষের পাশাপাশি পরীক্ষার্থীদেরও স্বস্তি মিলেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tilpara Barrage: বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে মেগা আপডেট, বড় নির্দেশ বীরভূম জেলা প্রশাসনের