Anubrata Mondal: স্বমহিমায় কেষ্ট! দুবরাজপুরে কালীপুজোর উদ্বোধনে এসে পৌরসভার উপর বেজায় চটলেন, চেয়ারম্যানকে কড়া নির্দেশ অনুব্রতর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Anubrata Mondal: দুবরাজপুরে কালীপুজোর উদ্বোধনে এসে দলীয় পৌরসভার উপর চটলেন অনুব্রত মণ্ডল। বেহাল রাস্তা ও অকেজো পথবাতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালেন কেষ্ট। পুজো মঞ্চ থেকেই চেয়ারম্যানকে দিলেন কড়া নির্দেশ।
advertisement
1/5

দুবরাজপুরের নামোপাড়া ও বাগদি পাড়ার অগ্রহায়ণ কালীপুজোর উদ্বোধনে এসে শহরের বেহাল রাস্তা ও অকেজো পথবাতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। পুজো মঞ্চ থেকেই তিনি দলীয় পৌরসভাকে কটাক্ষ করেন। (সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
দুবরাজপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডে পুজো মঞ্চে দাঁড়িয়ে অনুব্রত জানান, এলাকাটি মূলত তফসিলি ও জনজাতি অধ্যুষিত গরিব মানুষের পাড়া। এখানে আসতে গিয়ে তিনি খারাপ রাস্তা ও নষ্ট পথবাতির সমস্যা দেখেছেন। এই অবস্থার জন্য তিনি চেয়ারম্যান পীযূষ পাণ্ডেকে নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা নিতে।
advertisement
3/5
একই সঙ্গে বাজারে আলো জ্বলে অথচ গরিব মানুষের পাড়ায় আলো নিভে থাকার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। ঘোষণা করেন, সামনে ওই পাড়ায় আরও একটি অনুষ্ঠান রয়েছে, তখন এসে যেন তিনি সব আলো জ্বলা দেখতে পান।
advertisement
4/5
পাড়ার কালীপুজো বহু শতাব্দী পুরনো দাবি শুনে তিনি প্রশ্ন তোলেন, তাহলে পুজোর আগে এলাকায় কেন ঝাঁট দেওয়া হয়নি? কেন রাস্তায় এত ময়লা ছড়িয়ে রয়েছে? পৌরসভার কাজে সমন্বয়ের অভাব আছে বলেও ইঙ্গিত করেন কেষ্ট।
advertisement
5/5
পুজোর খিচুড়ি প্রসাদের অনুষ্ঠান উপলক্ষে শিগগিরই আবার দুবরাজপুরে আসবেন বলে জানান অনুব্রত। তার আগেই রাস্তা ও পথবাতির সমস্যা সমাধান করতে হবে। তৃণমূল নেতার এমন নির্দেশে পৌরসভার উপর চাপ বাড়ল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: স্বমহিমায় কেষ্ট! দুবরাজপুরে কালীপুজোর উদ্বোধনে এসে পৌরসভার উপর বেজায় চটলেন, চেয়ারম্যানকে কড়া নির্দেশ অনুব্রতর