TRENDING:

মাথায় হাত দুষ্কৃতকারীদের! অনুব্রত মণ্ডলের নির্দেশে বোলপুরে যে ব্যবস্থা নিল পুলিশ! শান্তিতে ঘুমাবেন বাসিন্দারা

Last Updated:
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শহরের নিরাপত্তা আরও কঠোর এবং জোরদার করতে তৃণমূল নেতা তথা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নির্দেশে বড় কাজ সেরে ফেলল বীরভূম জেলা পুলিশ।
advertisement
1/5
মাথায় হাত দুষ্কৃতকারীদের! অনুব্রত মণ্ডলের নির্দেশে বোলপুরে যে ব্যবস্থা নিল পুলিশ!
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শহরের নিরাপত্তা আরও কঠোর এবং জোরদার করতে তৃণমূল নেতা তথা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নির্দেশে বসানো হল মোট ৯৫টি সিসিটিভি ক্যামেরা। বোলপুরে থানায় নতুন নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
বোলপুরের সাংসদ অসিত মালের তহবিল থেকে আনুমানিক প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে এই সিসি ক্যামেরা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। শহরের অজয় সেতু, কংকালীতলা মোড়, বোলপুর শান্তিনিকেতন স্টেশন, শ্রীনিকেতন মোড়, শান্তিনিকেতন ও শ্রীনিকেতন সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
advertisement
3/5
জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "শহরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে নজরদারি চালানো হবে। বোলপুর থানার নিয়ন্ত্রণ কক্ষ থেকেই সমস্ত ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। আমরা চাই শহরবাসী ও পর্যটকেরা নিরাপদে থাকুন।" প্রসঙ্গত প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশে বহু পর্যটকেরা বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন।
advertisement
4/5
এছাড়াও গতবছর বোলপুর বিশ্বভারতীর একাধিক জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। এর পরেই ইউনেস্কোর স্বীকৃতি সাইটগুলি ঘুরে দেখার জন্য পর্যটকদের ভিড় আরও দ্বিগুণ বেড়েছে। ইতিমধ্যেই চালু হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াক।
advertisement
5/5
আর পর্যটকদের ভিড় যতই বেড়েছে ততই দুঃসাহসিক চুরির ঘটনাও বেড়েছে। আর সেই সমস্ত পর্যটকদের কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আরও কয়েকগুণ সিসিটিভি ক্যামেরা বসানো হবে গোটা বোলপুর চত্বর জুড়ে বলে জানা যায় প্রশাসনের তরফ থেকে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মাথায় হাত দুষ্কৃতকারীদের! অনুব্রত মণ্ডলের নির্দেশে বোলপুরে যে ব্যবস্থা নিল পুলিশ! শান্তিতে ঘুমাবেন বাসিন্দারা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল