Birbhum News: পুকুর ধারে বসেই দুই ভাইয়ের মদ্যপান, সঙ্গে নেশার সিরাপ, হয়ে গেল সর্বনাশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গতকাল রাতে বাড়ির কাছে পুকুর পাড়ে বসে মদ্যপান করছিল৷ আশেপাশের মানুষজনও তাদের তা করতে দেখে৷
advertisement
1/4

#সিউড়ি: দুই ভাইয়ের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার বাড়ির কাছেই পুকুর পাড়ের জঙ্গল থেকে। তাদের কাছে থেকে উদ্ধার বেশ কয়েকটি মদের বোতল ও নেশার করার সিরাপের বোতলও পাওয়া গেছে। Photo- Representative
advertisement
2/4
সিউড়ির দত্তপুকুড় বাইপাসের ঘটনা। জানা গিয়েছে ওই দুই ভাই আনন্দ ধীবর ও টুটুল ধীবর গতকাল রাতে বাড়ির কাছে পুকুর পাড়ে বসে মদ্যপান করছিল৷ আশেপাশের মানুষজনও তাদের তা করতে দেখে৷ Photo- Representative
advertisement
3/4
সকালে বাড়ি মা ফেরায় তাদের দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা সিউড়ি থানায় খবর দেয়৷ Photo- Representative
advertisement
4/4
পুলিস দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। Photo- Representative Input- Supratim Das
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পুকুর ধারে বসেই দুই ভাইয়ের মদ্যপান, সঙ্গে নেশার সিরাপ, হয়ে গেল সর্বনাশ