Success Story: মাত্র পাঁচ বছরেই বিশ্ব জয়, আন্তর্জাতিক মঞ্চে সিউড়ির দুই খুদে! যোগাসনে বড় সাফল্যে গর্বিত বীরভূম
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Birbhum Success Story: আন্তর্জাতিক যোগাসন মঞ্চে সিউড়ির দু'ই খুদে! ১৭ দেশের প্রতিযোগীদের টপকে সেরা হয়ে বীরভূমের মুখ উজ্জ্বল করল দুজন।
advertisement
1/5

আন্তর্জাতিক স্তরে ফের গর্বের মুহূর্ত বীরভূম জেলার জন্য। ওড়িশায় আয়োজিত আন্তর্জাতিক মানের ‘যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এ সেরা হয়ে নজির গড়েছে সিউড়ি শহরের দু’জন খুদে প্রতিযোগী। অল্প বয়সেই বিশ্ব দরবারে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে জেলাকে গর্বিত করেছে তারা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
ভুবনেশ্বরের পাল হাইটস মন্ত্র প্রাঙ্গণে ইউনিফায়েড কাউন্সিল অফ মার্শাল আর্টস যোগা অ্যান্ড পোল স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্বের ১৭টি দেশের মোট ৪২০ জন প্রতিযোগী অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সাফল্য ছিনিয়ে নেয় সিউড়ির দু'ই পড়ুয়া।
advertisement
3/5
সিউড়ি বড়বাগানের বাসিন্দা মাত্র পাঁচ বছরের হৃয়ান চট্টোপাধ্যায় ইউরোকিড বিভাগে প্রথম স্থান অধিকার করে সকলকে চমকে দেয়। অল্প বয়সেই আন্তর্জাতিক স্তরে এমন সাফল্য অর্জন করায় খুশি পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
advertisement
4/5
সিউড়ি সাজানো পল্লির বাসিন্দা, ষষ্ঠ শ্রেণির ছাত্র অঙ্কুর মাহাতা সাব-জুনিয়র বিভাগে সেরার সেরা হয়। সাফল্যের স্বীকৃতি হিসেবে সে পেয়েছে একটি কাপ ও একটি স্কুটি, যা তার কৃতিত্বকে আরও স্মরণীয় করে তুলেছে।
advertisement
5/5
এই দু'ই খুদে যোগাসন শিল্পীর সাফল্যে খুশি তাঁদের প্রশিক্ষক শুভজিৎ দাস ও ঈপ্সিতা সেন। গত প্রায় দু'বছর ধরে সিউড়িতেই তাঁদের কাছে নিয়মিত যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছে তারা। প্রশিক্ষকদের মতে, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Success Story: মাত্র পাঁচ বছরেই বিশ্ব জয়, আন্তর্জাতিক মঞ্চে সিউড়ির দুই খুদে! যোগাসনে বড় সাফল্যে গর্বিত বীরভূম