Birbhum News: উৎসবের মরশুমে মদ বিক্রিতে রেকর্ড গড়ল বাংলার এই জেলা! কোন জেলা জানেন? চমকে যাবেন শুনে! কত টাকার মদ বিক্রি হল?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: গত মাসের ২৮ তারিখ থেকে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত অর্থাৎ দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পর্যন্ত পুরো এক মাসে জেলার মদের বিক্রি বেড়েছে প্রায় ২৪ শতাংশ।
advertisement
1/5

বীরভূম, সুদীপ্ত গড়াই: উৎসবে মাতলো বাংলা! বীরভূমে মদের বিক্রি বেড়েছে ১৫ কোটিরও বেশি। উৎসব মানেই আনন্দ, আর আনন্দের সঙ্গী হিসেবে বীরভূমে এবার সবার উপরে জায়গা করে নিল ‘বাংলা’। জেলা আবগারি দফতরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বিয়ার আর বিলিতি মদকে পিছনে ফেলে এবার উৎসবের মরসুমে দেশী মদের জয়জয়কার!
advertisement
2/5
গত মাসের ২৮ তারিখ থেকে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত অর্থাৎ দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পর্যন্ত পুরো এক মাসে জেলার মদের বিক্রি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। টাকার হিসাবে বৃদ্ধি প্রায় সাড়ে ১৫ কোটি টাকা!বিক্রির বিস্তারিত, বাংলা মদ: ৯.২৬ লক্ষ লিটার, বিলিতি মদ: ৪.৫৪ লক্ষ লিটার, বিয়ার: ৬.২৩ লক্ষ লিটার। সব মিলিয়ে বিক্রির অঙ্ক দাঁড়িয়েছে ৮৬.৪৬ কোটি টাকা, যেখানে সাধারণত মাসিক গড় বিক্রি হয় ৭০ কোটি টাকার মতো।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
আবগারি দফতরের এক কর্তার মতে, "এবার জাল মদে রাশ টানা গিয়েছে। তাই বৈধ মদের বিক্রি বেড়েছে অনেকটাই।" তাছাড়া উৎসবের আবহ, টানা ছুটি, ও অনুকূল আবহাওয়া। সব মিলিয়ে বিক্রির জন্য তৈরি হয়েছিল উপযুক্ত পরিবেশ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
বিশেষজ্ঞদের মতে, সরকার মদের পাইকারি ব্যবসা হাতে নেওয়ার পর থেকেই রাজস্বে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে। এখন মদ তৈরি হওয়ার জায়গা থেকেই কর আগাম জমা দিয়ে বেভারেজ কর্পোরেশনের মাধ্যমে সরবরাহ হয় দোকানগুলিতে। ফলে রাজস্ব বেড়েছে, ব্যবসাও হয়েছে স্বচ্ছ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
আবগারি দফতরের এক কর্তা হেসে বললেন, "পুজোর মাসে বিক্রির ঢেউ উঠেছে, শীতে সেটা তরঙ্গে বদলাবে!" উৎসবে মাতল বীরভূম, রাজস্বে হাসি সরকারের। আর ‘বাংলা’ মদ এবার যেন বীরভূমের গ্লাসে নতুন উৎসবের স্বাদ ছড়াল "দেশী হোক, তবু দেশি আনন্দে মাতুক বাঙালি!"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: উৎসবের মরশুমে মদ বিক্রিতে রেকর্ড গড়ল বাংলার এই জেলা! কোন জেলা জানেন? চমকে যাবেন শুনে! কত টাকার মদ বিক্রি হল?