TRENDING:

Ration Card: নতুন বছরেই রেশনের নিয়মে আসছে বড় বদল! চাল কমে বাড়ছে আটা, জানুন কোন কার্ডে মিলবে কত খাদ্যসামগ্রী

Last Updated:
Birbhum Ration Card: খাদ্যাভ্যাসে পরিবর্তনের যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে বড়সড় বদল আনতে চলেছে। আগামী ১ জানুয়ারি থেকে রেশনের বরাদ্দে এই পরিবর্তন কার্যকর হবে। নতুন ব্যবস্থায় চালের পরিমাণ কমিয়ে সমপরিমাণে আটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
1/5
নতুন বছরের শুরুতেই খাদ্য সুরক্ষা প্রকল্পে বড় পরিবর্তন, চাল কমে বাড়ছে আটা
খাদ্যাভ্যাসে পরিবর্তনের যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে বড়সড় বদল আনতে চলেছে। আগামী ১ জানুয়ারি থেকে রেশনের বরাদ্দে এই পরিবর্তন কার্যকর হবে। নতুন ব্যবস্থায় চালের পরিমাণ কমিয়ে সমপরিমাণে আটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহল-সহ অন্যান্য গ্রাহকদের জন্য চালের অতিরিক্ত বরাদ্দ আগের মতোই বহাল থাকছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
বীরভূমের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বুলবুল বাকচী জানান, বছরের শুরুতেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে পরিবর্তন আসছে। সেই অনুযায়ী জেলার সমস্ত রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বরাদ্দে চাল কমিয়ে সমপরিমাণ আটা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
advertisement
3/5
রাজ্যে চার ধরনের গ্রাহকদের জন্য চার রকম রেশন বরাদ্দ রয়েছে। এর মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা এতদিন পরিবার পিছু মাসে ২১ কেজি চাল ও ৯৫০ গ্রাম ওজনের ১৪ প্যাকেট আটা পেতেন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের শুরু থেকে চালের পরিমাণ কমিয়ে ১৫ কেজি করা হচ্ছে এবং আটার পরিমাণ বাড়িয়ে ২০ প্যাকেট করা হচ্ছে।
advertisement
4/5
ভাত খেতে অভ্যস্ত বেশিরভাগ বাঙালির কাছে এই পরিবর্তন কিছুটা অসুবিধাজনক হতে পারে বলে মত অনেকের। যদিও রাজ্য সরকার এএওয়াই কার্ডধারীদের জন্য প্রতি মাসে পরিবার পিছু ১ কেজি চিনি ১৩.৫০ টাকা দরে দেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে। পাশাপাশি পরিবারে তিনজনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত প্রতিজনের জন্য মাসে ১১ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে।
advertisement
5/5
এএওয়াই-এর পাশাপাশি পিএইচএইচ গ্রাহকরা কেন্দ্রীয় প্রকল্পে ২ কেজি চাল ও ৩ প্যাকেট আটা বিনামূল্যে পাবেন। রাজ্যের তরফে কার্ড পিছু অতিরিক্ত ৬ কেজি চাল দেওয়া হবে। তবে রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা আরকেএসওয়াই ১ ও ২-এ কোনও পরিবর্তন হচ্ছে না। বীরভূমের জঙ্গলমহলের সাতটি ব্লক দুবরাজপুর, খয়রাশোল, মহম্মদবাজার, মুরারই-১, নলহাটি-১, রাজনগর ও রামপুরহাট-১ ব্লকের আংশিক এলাকায় আগের মতোই বাড়তি রেশন বরাদ্দ বহাল থাকবে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ration Card: নতুন বছরেই রেশনের নিয়মে আসছে বড় বদল! চাল কমে বাড়ছে আটা, জানুন কোন কার্ডে মিলবে কত খাদ্যসামগ্রী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল