Birbhum News: পুলিশ স্যারের পাঠশালা! খাকি উর্দির আড়ালে শিক্ষক মন, ওসির ভাড়া বাড়িতে চলছে বিনামূল্যের ক্লাসরুম
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Birbhum News: পুলিশ মানেই শুধু আইন নয়! সন্ধ্যা হলেই বদলে যায় পরিচয়, ওসি শুভঙ্করের ঘরেই চলছে বিনামূল্যের পাঠশালা
advertisement
1/5

নিজে পড়তে ভালবাসেন, ভালবাসেন পড়াতেও। পুলিশের ব্যস্ত ডিউটির মাঝেও সেই ভালবাসা থেকেই এক অনন্য উদ্যোগ নিয়েছেন বীরভূম জেলা পুলিশের মহম্মদবাজার ট্রাফিক থানার ওসি শুভঙ্কর মণ্ডল। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে তিনি শুরু করেছেন একটি বিনামূল্যের পাঠশালা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
চাকরির কারণে মহম্মদবাজারের কাইজুলি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন শুভঙ্কর। সেই বাড়িতেই সন্ধ্যার পর পড়াতে বসেন তিনি। পঞ্চম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক, বিভিন্ন স্তরের প্রায় ১০ জন ছাত্রছাত্রী নিয়মিত তাঁর কাছে পড়তে আসে। 'পুলিশ স্যর'-এর পাঠশালার কথা ছড়িয়ে পড়তেই পড়ুয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
advertisement
3/5
শুভঙ্কর জানান, এলাকার বহু ছাত্রছাত্রীর পারিবারিক অবস্থা ভাল নয়। গৃহশিক্ষক রাখার সামর্থ্য নেই তাঁদের। ফলে স্কুলের বাইরে কোনও বিষয় বুঝতে সমস্যা হলে দেখানোর মতো কেউ থাকে না। বিশেষ করে ইংরেজি বিষয়টি নিয়ে পড়ুয়ারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে।
advertisement
4/5
প্রতিদিন ডিউটি শেষে পড়ানোর পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের বিভিন্ন বইও ছাত্রছাত্রীদের এনে দেন শুভঙ্কর। যাতে তারা বিষয়গুলি আরও ভালভাবে বুঝতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। এমন সহায়তায় পড়াশোনায় মনোযোগ বাড়ছে পড়ুয়াদের।
advertisement
5/5
এই প্রসঙ্গে শুভঙ্কর মণ্ডল বলেন, "আমার বই পড়তে ও পড়াতে খুব ভাল লাগে। ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই, ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।" আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজ গঠনে পুলিশের এই মানবিক ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পুলিশ স্যারের পাঠশালা! খাকি উর্দির আড়ালে শিক্ষক মন, ওসির ভাড়া বাড়িতে চলছে বিনামূল্যের ক্লাসরুম