TRENDING:

Snake : জোড়া সাপ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য! একটি ১০ ফিট, আরেকটি ৫! বন দফতরের সহায়তায় পৌঁছল জঙ্গলে

Last Updated:
Snake- রাজনগরে তুমুল চাঞ্চল্য! ভুরাবালির পোল্ট্রি ফার্ম থেকে ১০ ফুটের অজগর ও হিরাপুরের পাইপের ভেতর থেকে ৫ ফুটের বিশাল সাপ উদ্ধার, বনকর্মীদের তৎপরতায় নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন
advertisement
1/5
জোড়া সাপ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য! একটি ১০ ফিট, আরেকটি ৫!
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূম জেলার রাজনগরে একদিনে দু'টি অজগর উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল। ভুরাবালি ও হিরাপুর গ্রামে ঘটে এই দু'টি ঘটনা। বন দফতরের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয় বিশাল দু'ই অজগর সাপ।
advertisement
2/5
ভুরাবালি গ্রামের একটি পোল্ট্রি ফার্মের পাশে প্রায় ১০ ফুট লম্বা অজগর দেখতে পান স্থানীয়রা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী সনাতন মাহাতো ও বিমল মাহাতো। প্রায় আধঘণ্টার চেষ্টার পর বিশাল অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
এদিনই হিরাপুর গ্রামে কৃষিজমির জল পাম্পের পাইপের ভেতরে ঢুকে পড়ে আরও একটি ৫ ফুট লম্বা অজগর। স্থানীয় কৃষকরা ভয় পেয়ে বন দফতরে খবর দেন। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
উদ্ধার হওয়া দু'টি অজগরকেই বন দফতরের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন করা হয়েছে। বনকর্মী সনাতন মাহাতো জানান, "অজগর সাধারণত মানুষের ক্ষতি করে না। বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে গ্রামে চলে আসে। উদ্ধার হওয়া সাপ দু'টিকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।" ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
স্থানীয় বাসিন্দারা বন দফতরের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে তাঁদের মত। বন দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি কোনো বন্যপ্রাণী দেখামাত্র সরাসরি বন দফতরে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake : জোড়া সাপ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য! একটি ১০ ফিট, আরেকটি ৫! বন দফতরের সহায়তায় পৌঁছল জঙ্গলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল