Flower Fair: বড় গাছ ছোট রূপে! হরেকরকম বাইসাইয়ের বড় চমক সিউড়ির মেলায়, দাম শুনলে চোখ কপালে উঠবে
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News Flower Fair: সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া ও কেনাকাটার ভিড়ের মধ্যেই এ বছর মেলার আলাদা আকর্ষণ হয়ে উঠেছে দুর্দান্ত সব বনসাই গাছের প্রদর্শনী। বনসাই দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
1/5

সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া ও কেনাকাটার ভিড়ের মধ্যেই এ বছর মেলার আলাদা আকর্ষণ হয়ে উঠেছে দুর্দান্ত সব বনসাই গাছের প্রদর্শনী। বনসাই দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
বোগেনভিলিয়া, ছাতিম, দেশি বট, চাইনিজ বট-সহ নানা প্রজাতির বনসাই সাজিয়ে তোলা হয়েছে মেলায়। এই বনসাইগুলি বিক্রির জন্য নয়, বরং দর্শনার্থীদের মনোরঞ্জন ও সবুজের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রদর্শনী। ‘সবুজের পরিবার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই ফ্লাওয়ার শো-এর আয়োজন করা হয়েছে।
advertisement
3/5
সবুজের পরিবারের সম্পাদক দীপক দাস জানান, বড়দিন ও শীতের মরশুমে ফুলের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। মেলায় এসে মানুষ যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ পাবেন, তেমনই ফুল ও গাছের সৌন্দর্যে মোহিত হবেন। এই প্রদর্শনীতে শীতকালীন ফুল, বনসাই, ক্যাকটাস, সাকুলেন্ট, পাতাবাহার ও কিছু সবজিও রাখা হয়েছে।
advertisement
4/5
গাছপ্রেমী প্রদীপ্ত চ্যাটার্জি জানান, বনসাই হল যেকোনও বড় গাছের ডোয়ার্ফ বা ক্ষুদ্র রূপ। গাছের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে ছোট আকারে রাখা হয়। বনসাইয়ের দাম নির্ভর করে গাছের বয়স ও শেপের উপর। সাধারণত এর দাম সাড়ে তিন-চার হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
5/5
একটি বনসাই ঠিকভাবে তৈরি হতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর সময় লাগে বলে জানান তিনি। আগে বনসাই খুব বেশি দেখা যেত না, তবে বর্তমানে মানুষের শখ ও রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বনসাইয়ের জনপ্রিয়তাও বাড়ছে। মেলার পরিবেশে এমন সবুজ প্রদর্শনী দর্শনার্থীদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Flower Fair: বড় গাছ ছোট রূপে! হরেকরকম বাইসাইয়ের বড় চমক সিউড়ির মেলায়, দাম শুনলে চোখ কপালে উঠবে