TRENDING:

Bhuban Badyakar: সিউড়ির ফেসবুক মিট-আপে চূড়ান্ত বিশৃঙ্খলা! তীব্র বিরক্ত ভুবন বাদ্যকর! মেডেল-বিরিয়ানি কাড়াকাড়ি, উত্তাল মঞ্চ

Last Updated:
Bhuban Badyakar: সিউড়ির ফেসবুক মিটআপে চূড়ান্ত বিশৃঙ্খলা, প্রধান অতিথি ভুবন বাদ্যকরকে চা পর্যন্ত না দেওয়ার অভিযোগ।
advertisement
1/5
সিউড়ির ফেসবুক মিট-আপে চূড়ান্ত বিশৃঙ্খলা!তীব্র বিরক্ত ভুবন বাদ্যকর!মেডেল-বিরিয়ানি কাড়াকাড়ি
*সিউড়ি, সুদীপ্ত গড়াই: বীরভূমের সিউড়ির হাটজনবাজারে আয়োজন করা হয়েছিল ফেসবুক মিটআপের। সিউড়ির যুবক সুরজ মিঞা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান-সহ বিভিন্ন জেলা থেকে কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত হন।
advertisement
2/5
*দুপুরের মধ্যেই অনুষ্ঠানে শুরু হয় ঠেলাঠেলি, চেঁচামেচি এবং খাবার ও মেডেল কাড়াকাড়ি। উপস্থিত ক্রিয়েটরদের আচরণে মিটআপের পরিবেশ দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
advertisement
3/5
*প্রধান অতিথি ছিলেন ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর। তাঁর অভিযোগ, অনুষ্ঠানে তাঁর প্রতি ন্যূনতম আপ্যায়নের ব্যবস্থাও করা হয়নি। তিনি জানান, তাঁকে এক কাপ চা পর্যন্ত দেওয়া হয়নি। শেষে বিরিয়ানি দেওয়া হলেও তিনি নিরামিষাশী হওয়ায় তা খাননি। পুরো ব্যবস্থাপনাকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন।
advertisement
4/5
*প্রত্যক্ষদর্শী আব্দুল রিপন চৌধুরী জানান, আকস্মিক চেঁচামেচি শুনে তিনি ভিতরে গিয়ে দেখেন অংশগ্রহণকারীরা খাবার ও মেডেল নিয়ে একে অপরের সঙ্গে টানাহেঁচড়া করছেন। তাঁর ভাষায়, পুরো মিটআপ জুড়ে বিশৃঙ্খলার চিত্র স্পষ্ট ছিল।
advertisement
5/5
*আয়োজক সুরজ মিঞা জানান, তিনি কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার কথা ভেবেই আয়োজন করেছিলেন। প্রত্যেকের জন্য পর্যাপ্ত খাবার ও মেডেল রাখা হয়েছিল। তবে কিছু ক্রিয়েটর ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে খাবার ও মেডেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর দাবি, কয়েকজনের কারণে পুরো অনুষ্ঠানটি নষ্ট হয়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bhuban Badyakar: সিউড়ির ফেসবুক মিট-আপে চূড়ান্ত বিশৃঙ্খলা! তীব্র বিরক্ত ভুবন বাদ্যকর! মেডেল-বিরিয়ানি কাড়াকাড়ি, উত্তাল মঞ্চ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল